ছোট্ট সঙ্কীর্ণ বাথরুম। সেখানে কমোডের উপর বসানো রয়েছে সিঙ্কও। নিউ ইয়র্কের তরুণীর নিজের বাসস্থানের একটি ভিডিয়ো সমাজমধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। সেই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। এমিলি বোনানি নামের সেই তরুণী টিকটকে প্রথম সেই ভিডিয়োটি পোস্ট করেন। পরে তা অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় তরুণীর অ্যাপার্টমেন্টের আকার ও আয়তন দেখে বিস্ময় প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বাথরুমের নকশা দেখে তার ব্যাপক সমালোচনা করেছেন তাঁরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে এমিলির টয়লেটটি একটি সিঙ্ক হিসাবেও কাজ করে। জায়গার অভাবে সিঙ্কটি সরাসরি টয়লেটের ফ্লাশ ট্যাঙ্কের উপরে বসানো। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, তরুণী তাঁর অ্যাপার্টমেন্টের জন্য মাসে ১ লক্ষ ৭৩ হাজার টাকা ভাড়া দেন। ভিডিয়োয় এমিলি দাবি করেছেন যে, এটি সমগ্র নিউইয়র্ক শহরের মধ্যে সবচেয়ে ছোট বাথরুম। ভিডিয়োয় তিনি জানান, এত টাকা ভাড়া দিয়ে এই ধরনের পরিষেবা পেয়ে নিতান্তই হতাশ তিনি। এমিলির পোস্টটি টিকটকে প্রায় ১ কোটি ৩০ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ৪৩ হাজার লাইক পেয়েছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। অনেকেই সমালোচনা করে বাথরুমটিকে জেলে দিন কাটানোর সঙ্গে তুলনা করেছেন।