কেকের প্যাকেট হাতে নিয়ে দোকানের দিকে হাঁটা দিয়েছিলেন এক তরুণ। কিন্তু তখনই বিপদের মুখে পড়েন তিনি। দোকানের সামনে স্ল্যাব ভেঙে গিয়ে সোজা নর্দমায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করার জন্য প্রত্যক্ষদর্শীরা ছুটে যান। নর্দমা থেকে টেনে তোলা হয় সেই তরুণকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইন্ডিয়া অবজ়ারর্ভার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কেকের একটি প্যাকেট নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। রাস্তার ধারে স্ল্যাবের উপর দিয়ে হাঁটছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই স্ল্যাবটি হুড়মুড় করে ভেঙে যায়। টাল সামলাতে না পেরে তরুণ সোজা নীচে নর্দমার ভিতর পড়ে যান। তাঁর হাত থেকে কেকের প্যাকেটটি ছিটকে পড়ে যায়।
এই ঘটনাটি সম্প্রতি মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরের জনতা কলেজ চৌক এলাকায় ঘটেছে। সেখানকার একটি কেকের দোকানে কেকের প্যাকেট নিয়ে ঢুকছিলেন সেই তরুণ। তখনই এই দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। তরুণকে নর্দমায় পড়ে যেতে দেখে সেখানে ছুটে যান প্রত্যক্ষদর্শীরা। কেকের দোকানের মালিকও ছুটে আসেন। তরুণকে সেই নর্দমা থেকে টেনে তোলা হয়। তরুণ গুরুতর আঘাত পাননি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
স্থানীয়দের একাংশের দাবি, এলাকার এই স্ল্যাবগুলি বহু দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এলাকার সমস্ত স্ল্যাব পরিদর্শন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।