Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

ডিসেম্বর থেকে নথিপত্রে নিজের সই-ই শেষ কথা

গেজেটেড অফিসার বা নোটারি পাবলিককে দিয়ে নথিপত্র ‘অ্যাটেস্টেড’ বা প্রত্যয়িত করিয়ে নেওয়ার ঝক্কি আর পোহাতে হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ‘সেল্ফ অ্যাটেস্টেশন’ বা স্ব-প্রত্যয়িত নথিপত্র পেশের প্রক্রিয়া চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও। স্কুল-কলেজে ভর্তি, চাকরি কিংবা বিভিন্ন ধরনের সরকারি কাজে নথিপত্র দেওয়ার আগে ভারপ্রাপ্ত অফিসারদের দিয়ে বাধ্যতামূলক ভাবে সেগুলো ‘অ্যাটেস্টেড’ বা প্রত্যয়িত করিয়ে নেওয়ার প্রথা দীর্ঘদিনের। ‘এফিডেফিট’ বা এবং হলফনামা দেওয়ার ক্ষেত্রেও রয়েছে সেই নিয়ম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০৩:১৪
Share: Save:

গেজেটেড অফিসার বা নোটারি পাবলিককে দিয়ে নথিপত্র ‘অ্যাটেস্টেড’ বা প্রত্যয়িত করিয়ে নেওয়ার ঝক্কি আর পোহাতে হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ‘সেল্ফ অ্যাটেস্টেশন’ বা স্ব-প্রত্যয়িত নথিপত্র পেশের প্রক্রিয়া চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও।

স্কুল-কলেজে ভর্তি, চাকরি কিংবা বিভিন্ন ধরনের সরকারি কাজে নথিপত্র দেওয়ার আগে ভারপ্রাপ্ত অফিসারদের দিয়ে বাধ্যতামূলক ভাবে সেগুলো ‘অ্যাটেস্টেড’ বা প্রত্যয়িত করিয়ে নেওয়ার প্রথা দীর্ঘদিনের। ‘এফিডেফিট’ বা এবং হলফনামা দেওয়ার ক্ষেত্রেও রয়েছে সেই নিয়ম। এই ব্যবস্থায় হয়রানি ও সময়ের অপচয় থেকে রেহাই দিতেই দেশ জুড়ে স্ব-প্রত্যয়নের বন্দোবস্ত হচ্ছে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্য জুুড়ে এই নতুন প্রক্রিয়া চালু হবে। অর্থাৎ ওই দিন থেকে বিভিন্ন সরকারি কাজে তথ্যপ্রমাণের নথিতে নিজের সই এবং ঘোষণাই যথেষ্ট বলে বিবেচিত হবে।

এ দিনের বৈঠকের পরে নবান্নে এ কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা বৈপ্লবিক সিদ্ধান্ত। আমরা মা-মাটি-মানুষের সরকার। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার করেছি। পরিষেবা অধিকার আইন করেছি। মানুষের জন্য এই আইনের প্রয়োজন আছে। এই সিদ্ধান্ত মানুষের কাজে লাগবে।” নবান্ন সূত্রের খবর, ইউপিএ সরকারের আমলেই কেন্দ্রের দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের রিপোর্টে অ্যাটেস্টেশন প্রক্রিয়া সরলীকরণের সুপারিশ করা হয়েছিল। পঞ্জাবের মতো কিছু রাজ্য ইতিমধ্যেই ওই নিয়ম চালু করেছে।

প্রাথমিক ভাবে স্কুল-কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানা হস্তান্তর-সহ বিভিন্ন ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে স্ব-প্রত্যয়ন ব্যবস্থা চালু হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন বৃত্তির জন্য বা সরকারি ফ্ল্যাট বুকিংয়ের জন্য আয়ের শংসাপত্র, ক্লাব বা খেলোয়াড়দের সরকারি সুযোগ-সুবিধা নেওয়া, সরকারি ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর কিংবা দমকলের ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ নেওয়ার ক্ষেত্রে যে-হলফনামা দিতে হয়, ১ ডিসেম্বর থেকে তা-ও দিতে হবে না।

নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে, ১৭ জুলাই রাজ্যগুলির প্রতি তাদের প্রথম নির্দেশে দ্রুত ‘সেল্ফ অ্যাটেস্টেশন’ প্রক্রিয়া চালু করার সুপারিশ করে। তার পরে ওই প্রক্রিয়া চালু করার পথে হেঁটেছে মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ মন্ত্রকের ওই প্রস্তাব মেনে রাজ্য সরকার জুলাইয়েই সেল্ফ অ্যাটেস্টেশন প্রক্রিয়া চালু করার কাজে নামে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর ২৫ জুলাই রাজ্যের সব দফতরকে চিঠি দিয়ে জানতে চায়, সংশ্লিষ্ট দফতরে এই ব্যাপারে কী রীতি-রেওয়াজ চালু আছে এবং কোন কোন ক্ষেত্রে তারা সেল্ফ অ্যাটেস্টেশন অনুমোদন করতে পারে।

সব ক্ষেত্রে অবশ্য এখনই স্ব-প্রত্যয়ন প্রক্রিয়া চালু হচ্ছে না। আইনি উত্তরাধিকার সংক্রান্ত দাবি-সহ যে-সব ক্ষেত্রে আইনি জটিলতা তৈরির আশঙ্কা থাকে, তাতে সরকারি গেজেটেড অফিসারদের দিয়েই প্রত্যয়ন এবং হলফনামা দাখিলের ব্যবস্থা অব্যাহত রাখছে রাজ্য।

কিন্তু কেউ যদি স্ব-প্রত্যয়ন বা স্ব-ঘোষণায় অসত্য তথ্য দেন?

“আমরা মানুষকে বিশ্বাস করছি। যাতে বিপদে পড়তে না-হয়, সেই জন্যই তাঁরা ঠিক তথ্য দেবেন,” পরিষ্কার বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, নথিতে মিথ্যে বললে সরকার সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন কথা সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ব-ঘোষণাপত্রে রাখতে হবে বাধ্যতামূলক ভাবেই। এর বয়ান খুব শীঘ্রই বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেবে সরকার। আর ভুয়ো তথ্য দাখিল করে যদি কেউ কোনও রকম সুযোগ-সুবিধা নেন, ধরা পড়লে তৎক্ষণাৎ তা বাতিল হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE