Advertisement
১৯ মে ২০২৪
Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

কলকাতা পুরভোটকে সামনে রেখে আজ বৈঠকে বসছে কমিশন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওই বৈঠক হওয়ার কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৬:৪৮
Share: Save:

তিন দিনের গোয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শেষ দিনে পড়ল তাঁর সফর। সেখানে আজ মমতার দু'টি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। দুপুর ২টো এবং বিকেল ৫টায় সভা করতে পারেন তিনি। তার পরই মমতার রাজ্যে ফিরে আসার কথা।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

বিজেপি-র ধর্না

কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সিঙ্গুরে আজ থেকে তিন দিনের ধর্না কর্মসূচি শুরু করার কথা বিজেপি-র কিষাণ মোর্চার। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার রাজ্য বিজেপি নেতাদের। আজ দুপুর ১২টায় ওই মঞ্চে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

গ্রাফিক- সনৎ সিংহ।

গ্রাফিক- সনৎ সিংহ।

কমিশনের পুরভোট বৈঠক

কলকাতা পুরভোটকে সামনে রেখে আজ বৈঠকে বসছে কমিশন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকতে পারেন কলকাতার নগরপাল, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক।

কিশোরী পাচার মামলা হাই কোর্টে

নদিয়া থেকে বাংলাদেশে এক কিশোরী পাচারের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিল কলকাতা হাই কোর্ট। আজ ওই কিশোরীকে ফেরাতে কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানানোর কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Suvendu Adhikari TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE