Advertisement
০২ মে ২০২৪

এসি কাজ না-করায় নয়নাদের উড়ান স্তব্ধ

শুধু ট্রেনের বাতানুকূল যন্ত্রেই বিভ্রাট নয়। গড়বড় করল বিমানের এসি মেশিনও। তার জেরে শুক্রবার রাতে ভুবনেশ্বর যাত্রা হোঁচট খেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়-সহ ১৭০ জন যাত্রীর। স্বামীর জামিনের খবর পেয়ে সন্ধ্যাতেই ভুবনেশ্বরে পৌঁছতে চেয়েছিলেন নয়না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:২৭
Share: Save:

শুধু ট্রেনের বাতানুকূল যন্ত্রেই বিভ্রাট নয়। গড়বড় করল বিমানের এসি মেশিনও। তার জেরে শুক্রবার রাতে ভুবনেশ্বর যাত্রা হোঁচট খেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়-সহ ১৭০ জন যাত্রীর। স্বামীর জামিনের খবর পেয়ে সন্ধ্যাতেই ভুবনেশ্বরে পৌঁছতে চেয়েছিলেন নয়না। কিন্তু বিমান-বিভ্রাটে গভীর রাত পর্যন্ত কলকাতা বিমানবন্দরে আটকে থাকেন তাঁরা।

বিমানবন্দরের খবর, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ইন্ডিগোর কলকাতা-ভুবনেশ্বর বিমানে যাওয়ার কথা ছিল নয়নাদের। কিন্তু বিমানে উঠে যাত্রীরা বুঝতে পারেন, বাতানুকূল যন্ত্র চালু নেই। তাঁদের অস্বস্তি শুরু হয়ে যায়। যাত্রীদের দাবি, সেই সময়েই পাইলট ঘোষণা করেছিলেন, বিমান উড়লেই এসি চালু হয়ে যাবে। রাত পৌনে ৯টা নাগাদ বিমান রানওয়ের কাছে পৌঁছনোর পরেও এসি চালু না-হওয়ায় অনেক যাত্রীরই শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ। বাধ্য হয়েই বিমান ফিরিয়ে আনেন পাইলট।

যাত্রীদের নামিয়ে একটি বাসে তোলা হয়। অভিযোগ, যাত্রীদের দীর্ঘ ক্ষণ বাসে বসিয়ে রেখে চালক চলে যান। নয়না বলেন, ‘‘আমি তখন বিমানবন্দর-কর্তৃপক্ষকে ফোন করে পুরো বিষয়টি জানাই। পরে আমাদের দোতলায় নিয়ে যাওয়া হয়। আমার এ দিনই ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসক এবং উকিলদের সঙ্গে দেখা করার কথা ছিল। সব গোলমাল হয়ে গেল।’’ পরে তিনি জানান, ফের চেকিং শুরু হয়। রাতেই তাঁদের নিয়ে ওড়ার তোড়জোড় চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nayna Bandyopadhyay Sudip Bandyopadhyay Flight AC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE