Advertisement
E-Paper

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে লখনউ বনাম বেঙ্গালুরুর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০৬:৪৪

ফাইল চিত্র।

তৃণমূল ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিকের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। প্রথমে জানিয়েছিলেন, শিক্ষকের ‘কলার ধরা’র বিষয়টি তিনি রূপক অর্থে ব্যবহার করেছিলেন। পরে ওই অডিয়ো ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হতেই সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে ক্লিপের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন সঞ্জীব। আজ, মঙ্গলবার এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সে দিকে নজর থাকবে।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

স্কুলে মুচলেকা-বিতর্ক

স্কুল সম্পর্কে কিছু লেখা যাবে না নেটমাধ্যমে। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে অভিভাবকদের একটা বড় অংশ রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। কলকাতার বেশ কিছু স্কুল অভিভাবকদের কাছ থেকে এমন ‘মুচলেকা’য় সইও করিয়ে নিয়েছে বলে অভিযোগ। আজ ওই বিতর্কের দিকে নজর থাকবে।

হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ড

হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নতুন নতুন তথ্য উঠে আসছে। পুলিশের করা এফআইআরে ধর্ষিতা ও মৃত কিশোরীর বাবা, দাদার নাম থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আজ নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনিস খান মামলার শুনানি হাই কোর্টে

আজ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলাটির শুনানি শুরু হতে পারে। সোমবার মামলাটির শুনানির কথা থাকলেও হয়নি।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

বুধবার থেকে রাজ্যে শুরু হবে দু’দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। লগ্নি আনার উদ্দেশে সেই প্রস্তুতি এখন তুঙ্গে। আজ সেই সংক্রান্ত বিভিন্ন খবরাখবরের দিকে নজর থাকবে।

নিমতায় চিকিৎসক নিগ্রহ

নিমতায় বাড়িতে ঢুকে এক চিকিৎসককে নিগ্রহ করার ঘটনা ঘটে। ওই ঘটনায় আজ বিকেল ৪টে নাগাদ স্থানীয় থানায় যাচ্ছেন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’-এর প্রতিনিধিরা।

দেশের কোভিড পরিস্থিতি

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারির পর রাজধানীতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। সারা দেশের ছবিও খুব আশাপ্রদ নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজার ১৮৩ জন। যা রবিবারের তুলনায় ৯০ শতাংশ বেশি। এই অবস্থায় আজ কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।

আইপিএলে কোভিড সংক্রমণের পরিস্থিতি

আইপিএলে করোনার থাবা। ধাক্কা দিল্লি ক্যাপিটালসের শিবিরে। করোনা আক্রান্ত দিল্লির অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ। এর ফলে বুধবার দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি

দু’মাস হতে চলল এখনও থামছে না রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। তারই মধ্যে ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে বন্দি করেছে রুশ সেনা। মস্কোর দাবি, ইউক্রেন ফৌজের হয়ে লড়তেই সে দেশে গিয়েছিল শন পিনার এবং এইডেন আসলিন নামে ওই দুই ব্রিটিশ যোদ্ধা।

আবহাওয়ার খবর

বেশ কয়েক দিন ধরেই গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। অবশেষে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস। যদিও তার আগে সপ্তাহের প্রথম দু’দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

আইপিএল

আজ আইপিএলে লখনউ বনাম বেঙ্গালুরুর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

এএফসি কাপ

আজ এএফসি কাপে এটিকে মোহনবাগান বনাম আবাহনী ঢাকার খেলা রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy