Advertisement
E-Paper

কার্শিয়াঙে ঘুরছে জোড়া কালো চিতাবাঘ! ‘দুর্লভ দৃশ্য’ প্রকাশ্যে আনল বনবিভাগ, দম্পতি না ভাইবোন, তা-ই নিয়ে চর্চা

এ বার একই সঙ্গে দু’টি কালো চিতাবাঘের দেখা মিলল। রবিবার সকালে জোড়া কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে কার্শিয়াং বনবিভাগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৯
Black Leopard

রবিবার দুই কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে বনবিভাগ। —নিজস্ব ছবি।

বন দফতর বলছে, ‘দুর্লভ মুহূর্ত।’ এর আগে মাঝমধ্যেই পাহাড়ের জঙ্গলে কালো চিতাবাঘের দেখা মিলত। তবে একটিই। এ বার একই সঙ্গে দু’টি কালো চিতাবাঘের দেখা মিলল। রবিবার সকালে জোড়া কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে কার্শিয়াং বনবিভাগ।

সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ওই দুটো কালো চিতাবাঘের ছবি। তারা দম্পতি না কি ভাইবোন, তা-ই নিয়ে আলোচনায় বসেছেন বন দফতরের বিশেষজ্ঞেরা। দম্পতি হলে শাবকও থাকতে পারে। সে ক্ষেত্রে কার্শিয়াঙের জঙ্গলে আরও দুটো কালো চিতাবাঘ থাকবে। আবার ভাইবোন হলেও আরও কালো চিতাবাঘ থাকার সম্ভাবনা। কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, ‘‘কার্শিয়াঙের ঘন পাহাড়ি জঙ্গলে দুটি কালো চিতাবাঘ বা ‘ম্যালানিস্টিক লেপার্ড’-এর দেখা মিলেছে। এর আগেও একাধিক বার কালো চিতাবাঘের দেখা মিলেছিল। নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিলাম আমরা। তাতে একই সঙ্গে দু’জনের ছবি ধরা পড়েছে। এতে কালো চিতাবাঘের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।’’

একই কথা বলছেন বন এবং বন্যপ্রাণ সংরক্ষণের সংগঠনের সম্পাদক কৌস্তভ চৌধুরী। তিনি জানান, দু’টি কালো চিতাবাঘ ভাইবোন বা দম্পতি কি না তা লিঙ্গ নির্ধারণ বা গায়ের ‘স্ট্রাইপ’ দেখে নির্ধারণ করা যাবে। তবে কার্শিয়াঙে এক সঙ্গে এ ভাবে দুটো চিতাবাঘের দেখা মেলা সতিই দুর্লভ মুহূর্ত।’’

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ‘ম্যালানিস্টিক লেপার্ড’ আদতে চিতাবাঘ। জিনগত ত্রুটির কারণে এদের শরীরে মেলানিন নামে হরমোন বৃদ্ধি পায়। তা-ই দেখতে এরা ব্ল্যাক প্যান্থারের মতো হয়। এর আগেও কার্শিয়াঙের জঙ্গলে কালো চিতাবাঘের দেখা মিলেছিল। সম্প্রতি একটি ‘ম্যালানিস্টিক বার্কিং ডিয়ার’-এর দেখা মিলেছিল।

North Bengal black leopard Kurseong
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy