২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। রুশ বাহিনী ক্রমেই এগোচ্ছে ইউক্রেনের রাজধানী কিভের দিকে। সর্বস্ব ছেড়ে প্রাণ বাঁচাতে ইউক্রেনের পশ্চিম দিকে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তে মানুষের লম্বা লাইন। সকলেই চাইছেন দেশান্তরী হয়ে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে। যদিও দেশের অভ্যন্তরে প্রতিরোধ জারি রেখেছে ইউক্রেনের সেনা। এই অবস্থায় আজ, শনিবার নজর থাকবে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কাশ্মীর সফরে অমিত শাহ
জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আজ দ্বিতীয় দিন। নিরাপত্তা নিয়ে জোড়া বৈঠক করার কথা তাঁর আজ।
জাতীয় কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব
দ্বন্দ্ব অব্যাহত রয়েছে কংগ্রেসের মধ্যে। শুক্রবার বিক্ষুব্ধ কয়েক জন নেতার সঙ্গে বৈঠক করেন সনিয়া গাঁধী। এই অবস্থায় ওই দ্বন্দ্ব মিটল কি না সে দিকে নজর থাকবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
কাউন্সিলর খুনের তদন্ত
পানিহাটি এবং ঝালদায় দুই কাউন্সিলর খুনের তদন্তে নিত্য দিন নতুন নতুন তথ্য উঠে আসছে। আজ তদন্ত কোন পথে যায়, কী হয় সে দিকে নজর থাকবে।
উপনির্বাচনের খবর
আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল, বিজেপি ও বামেরা প্রার্থী ঘোষণা করেছে। এ বার প্রচারের পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার পালা। নজর থাকবে সে দিকেও।
আবহাওয়ার খবর
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে জন্ম নেওয়া নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তা পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। তার অবস্থানের দিকে নজর থাকবে।
মহিলা বিশ্বকাপ ক্রিকেট
আজ ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ রয়েছে। ভোর সাড়ে ৬টা নাগাদ ওই খেলাটি শুরু হয়েছে।