জঙ্গি-যোগে ধরা পড়া মুসার মতো তার দুই সঙ্গী সাদ্দাম হোসেন ওরফে কালো এবং শেখ আব্বাসউদ্দিন ওরফে আমিন শেখকেও বুধবার গ্রেফতার করল পুলিশ। মুসার মতো তাদেরও বাড়ি বীরভূমের লাভপুরের রেজিস্ট্রি অফিসপাড়ায়। মুসার সঙ্গে মুখোমুখি বসিয়ে এ দিন ওই দুই যুবককে জেরা করেন গোয়েন্দারা। মুসার মতো তাদের বিরুদ্ধেও দেশদ্রোহের মামলা রুজু করা হতে পারে। লাভপুর থেকে এ দিন সন্ধ্যার মুখে আরও দু’জনকে পুলিশ আটক করেছে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে পুলিশ সে ব্যাপারে মুখ খোলেনি।