শুক্রবার অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাই কোর্ট। ওই শূন্য পদে তাঁকেই চাকরি দেওয়া হোক বলে দাবি করেছেন মামলাকারী ববিতা সরকার। এই চাকরি-যুদ্ধের দিকে আজ নজর থাকবে।
শিক্ষা প্রতিমন্ত্রীর অবস্থান
অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাই কোর্ট। মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার দায়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এ বার তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে।
পার্থ চট্টোপাধ্যায়ের খবরাখবর
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রক্ষাকবচ পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্য দিকে, সুপ্রিম কোর্টেও তিনি মামলা দায়ের করেন। তাঁর আবেদনে সাড়া দেয় কি না সর্বোচ্চ আদালত সে দিকে নজর থাকবে।
গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল
সিপিএম প্রভাবিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের আজ মিছিল রয়েছে। বিকাল ৪টে নাগাদ ব্রেবোর্ন রোড ফ্লাইওভারে নীচ থেকে ওই মিছিলটি শুরু হবে।
আইপিএল
আজ আইপিএলে দিল্লি বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।
এএফসি কাপ
আজ এএফসি কাপে এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ যুবভারতীতে ওই খেলাটি শুরু হবে।
অ-জানাকথা
আজ আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’ রয়েছে। অতিথি হিসাবে থাকবেন জীতু কমল। রাত ৮টা নাগাদ ওই অনুষ্ঠানটি শুরু হবে।