অষ্টমীর রাতে বেড়ার দেওয়াল ভেঙে ঘরে ঢুকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার একটি থানা এলাকায় এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার রাতেই ধরে ফেলেন। গাছের সঙ্গে বেঁধে রেখে মারধরও করা হয়। পরে, পুলিশ তাদের গ্রেফতার করে। পলাতক আর এক অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।
বছর ষাটের ওই বৃদ্ধার স্বামী মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না। অভিযোগ, রাত পৌনে ১টা নাগাদ ওই তিন যুবক রান্নাঘরের বেড়ার দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। তারা বৃদ্ধাকে ঘুম থেকে তুলে গলায় বন্দুক, ধারালো অস্ত্র ধরে খুনের হুমকি দিয়ে দফায় দফায় শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। বৃদ্ধার দাবি, তাঁকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। ঘটনার কথা কাউকে বলা যাবে না বলে শাসিয়ে ওই তিন জন বেরিয়ে যাওয়ার পরে, তিনি পড়শিদের ডাকেন।
নির্যাতিতার কাছ থেকে খবর পেয়ে রাতেই গ্রামের লোকজন দু’জনকে ধরে ফেলেন। তাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এলাকার মহিলারা ঘিরে ধরে তাদের মারধর করেন বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশ পৌঁছে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে বৃদ্ধার শারীরিক পরীক্ষা হয় স্থানীয় হাসপাতালে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
নির্যাতিতা বলেন, ‘‘ওরা এক সঙ্গে পাশবিক অত্যাচার চালিয়েছে আমার উপরে। খুন করব বলে হুমকিও দেয়। এ ভাবে মহিলাদের যারা অসম্মান করে তাদের কঠোর শাস্তি হোক, প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি।’’ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। অন্য অভিযুক্তেরখোঁজ চলছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)