এক নাবালিকাকে বাড়িতে ডেকে মারধর করে, তার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবক ও তার মায়ের বিরুদ্ধে। বারুইপুরের মল্লিকপুর এলাকার ঘটনা। যুবকের পরিবারেরই কেউ ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় বলে দাবি। নাবালিকার মা শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। যুবক ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজ আলি ও মিনা বেগম। পুলিশ জানায়, রাজের সঙ্গে সম্পর্ক ছিল ওই নাবালিকার। সম্প্রতি যুবককে সে বিয়ের কথা বলে। কিন্তু রাজি ছিল না রাজ। তা শুনে নাবালিকা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চায়। তার পরেই তাকে বাড়িতে ডেকে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)