একটি ক্যুরিয়ার সংস্থা থেকে বৈদ্যুতিন সামগ্রী চুরির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ওই সংস্থা প্রাক্তন কর্মী। কাজে গাফিলতির অভিযোগে তাকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইনজামান লস্কর, শেখ রাকিব হোসেন, রাকিবুল শেখ এবং শাহিদ আহমেদ। তাদের থেকে ৬টি মোবাইল, ৩টি ক্যামেরা এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ইনজামান লস্করকে উস্তির সংগ্রামপুর হালদার পাড়া এবং বাকিদের বারুইপুর খোদার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ইনজামান ডায়মন্ডহারবারের মাধবপুর গ্রামের একটি ক্যুরিয়ার সংস্থার কর্মী ছিল। মাস খানেক আগে কাজে গাফিলতির অভিযোগে তাকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। দিন কয়েক আগে ওই সংস্থায় চাবি খুলে বৈদ্যুতিন সামগ্রী চুরি হয়। ডায়মন্ড হারবার থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির মূল চক্রী হল ইনজামান। সেই নকল চাবি তৈরি করে বাকিদের নিয়ে অফিসের ভিতরে ঢুকে চুরি করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিন জনের খোঁজ পায় পুলিশ।