আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে আসা ৫৭ জন বাংলাদেশি মঙ্গলবার নিজেদের দেশে ফিরে গেলেন। এ দিন সকালে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া কালিন্দী নদীর দু’পারে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী এবং উপকুলবর্তী থানার পুলিশের যৌথ বৈঠকের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার ফেদারগঞ্জে দু’টি মাছ ধরার ট্রলার-সহ ৫৭ জন বাংলাদেশি পুলিশের হাতে ধরা প়ড়েছিল। তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে মামলা শুরু করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই বাংলাদেশিদের প্রথমে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হেমনগর উপকুলবর্তী থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের সুন্দরবন লাগোয়া সামসেরনগরে নিয়ে যায় পুলিশ। এরপর বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের পরে ট্রলার-সহ ৫৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ঘরের ছেলেদের ফেরার জন্য অপেক্ষা করছিল এ দিন সকাল থেকেই অপেক্ষা করছিল কালিন্দী নদীর ওপর পাড় বাংলাদেশের সাতক্ষিরার কৈখালি গ্রাম। পুরো প্রক্রিয়া চলার সময়ে সেখানে ভিড় করেছিলেন গ্রামবাসীরা।