চিকিৎসাধীন নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবার হাসপাতালে। অভিযোগের তির হাসপাতালের এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার এক বাসিন্দা তাঁর অসুস্থ কন্যাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়। অভিযোগ, ওই রাতেই তাকে শারীরিক নির্যাতন করেন হাসপাতালেরই এক সাফাইকর্মী। ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়ে ‘নির্যাতিতা’। সোমবার পরিবার তার সঙ্গে দেখা করতে গেলে সব কথা খুলে বলে সে। প্রথমে ওই নাবালিকা তার মাকে জানায় বিষয়টি। তিনিই পরে পরিবারকে লোককে বলেন। তার পর হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ডায়মন্ড হারবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার রায়নগর এলাকায়। মঙ্গলবার রাতে গ্রেফতার হন ওই সাফাইকর্মী।
আরও পড়ুন:
নাবালিকার মায়ের অভিযোগ, শ্লীলতাহানির পর হুমকিও দেওয়া হয়। ভয়ে প্রথমে কিছু বলেনি ওই নাবালিকা। শুধু কাঁদতে থাকে। জোরাজুরি করায় কিছুটা বলে। তখনই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানানো হয়।