শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছরের রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পাচ্ছেন উস্তির মড়াপাই সেন্ট প্যাট্রিক্স হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতীন মল্লিক। শিক্ষক দিবসের প্রাক্কালে, আগামী ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন। খবর মিলতেই স্কুল জুড়ে আনন্দের আবহ।
মগরাহাটের বিশ্বেশ্বরপুর গ্রামের বাসিন্দা আবদুল মতীন মল্লিক ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৫ সালে তিনি প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন মড়াপাই সেন্ট প্যাট্রিক্স হাই স্কুলে। সে সময়ে এলাকায় স্কুলছুট পড়ুয়ার সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাদের স্কুলে ফেরাতে আবদুল মতীন নিজেই বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে শুরু করেন। বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে এলাকায় জনমতও গড়ে তোলেন। তাঁর উদ্যোগে পিছিয়ে পড়া এলাকার বহু পড়ুয়া ফের স্কুলমুখী হয়েছে।
প্রায় ছয় দশকের জীবনে শতাধিক ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে ফিরিয়ে এনে পড়াশোনার পথে এগিয়ে দিয়েছেন তিনি। সমাজ ও শিক্ষাক্ষেত্রে এমন ধারাবাহিক ভূমিকার জন্যই এ বার রাজ্য সরকার তাঁর হাতে তুলে দিতে চলেছে ‘শিক্ষারত্ন’। গত ২৮ অগস্ট স্কুলশিক্ষা দফতরের তরফে মেল করে তাঁকে এ খবর জানানো হয়েছে।
সম্মান প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আবদুল মতীন বলেন, “কর্মজীবনের শেষ দিকে এই সম্মান অবশ্যই আনন্দের। সারাজীবন ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছি। আগামী দিনেও ওদের জন্য কাজ করে যেতে চাই।”
তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেন, “উনি ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক ভাবে কাজ করে গিয়েছেন, এখনও করে চলেছেন। কিন্তু কখনও প্রচারের কথা ভাবেননি। ওঁকে ‘শিক্ষারত্ন’ সম্মানের জন্য বেছে নেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)