Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টাকার দাবিতে বিক্ষোভ পঞ্চায়েতে

প্রায় আট মাস কেটে গেলেও একশো দিনের প্রকল্পে শ্রমিকেরা পাওনা কয়েক লক্ষ টাকা হাতে পাননি। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিন ২৪ পরগনা সাগরের মুড়িগঙ্গা-১ পঞ্চায়েতে প্রধানের অফিস ঘরে তালা মেরে বিক্ষোভ দেখান এক দল শ্রমিক।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০০:২৩
Share: Save:

প্রায় আট মাস কেটে গেলেও একশো দিনের প্রকল্পে শ্রমিকেরা পাওনা কয়েক লক্ষ টাকা হাতে পাননি। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিন ২৪ পরগনা সাগরের মুড়িগঙ্গা-১ পঞ্চায়েতে প্রধানের অফিস ঘরে তালা মেরে বিক্ষোভ দেখান এক দল শ্রমিক।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েত এলাকায় ২০১৪ সালের অগস্ট মাসে রাস্তা তৈরি, পুকুর খনন, নদী বাঁধ সংস্কারের কাজ হয়েছিল একশো দিনের কাজের প্রকল্পে। ওই পঞ্চায়েতের ১৪টি সংসদ এলাকায় প্রায় ১৪০০ শ্রমিক কাজ করেছিলেন। তাঁদের প্রাপ্য মজুরি প্রায় ১৭ লক্ষ টাকা। পাওনা টাকা নিতে দিনের পর দিন প্রধানের কাছে এসেও তাঁদের খালি হাতে ফিরতে হয়েছে।

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ওই এলাকার পাখিরালা গ্রামের জনা ৩০ শ্রমিক পাওনা টাকা নিতে পঞ্চায়েতে আসেন। পঞ্চায়েত থেকে টাকা দিতে না পারায় তাঁরা গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেনে। অফিস ঘরে আটকে পড়েন প্রধান-সহ বেশ কয়েক জন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পাওনা টাকা নিতে দিনের পর দিন পঞ্চায়েতে এসেও কোনও লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। অথচ, পঞ্চায়েত কর্তৃপক্ষ বার বার বলছেন, টাকা আসেনি। এলে তবেই পাওনা মেটানো হবে। ওই শ্রমিকদের বক্তব্য, ‘‘আর কোনও উপায় না দেখে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’’

পঞ্চায়েতের উপপ্রধান সিপিএমের সুবোধ জানার বক্তব্য, কেন্দ্র সরকারের একশো দিনের কাজের প্রকল্পের টাকার দাবিতে মাস দু’য়েক আগেও আমাদের ঘেরাও করেছিলেন শ্রমিকেরা। সে সময় কোনও মতে তাঁদের বুঝিয়ে বলা হয়েছিল, কিছু দিনের মধ্যেই তাঁরা টাকা পেয়ে যাবেন। কিন্তু এখনও টাকা দিতে না পারায় ওঁরা গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।’’ প্রধান জানান, বিডিও পার্থসারথি মুখোপাধ্যায় ফোনে জানান, পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে টাকা মিটিয়ে দিতে। প্রধানের দাবি, ‘‘কিন্তু আমাদের তহবিলে বেশি টাকা নেই। তা ছাড়া এঁদের টাকা দিলে অন্যেরা পরে এসে ফের হামলা করবেন। সকাল থেকে ঘেরাও হয়ে রয়েছি। খাবার-জলও পাচ্ছি না।’’

বিডিও বলেন, ‘‘ওই পঞ্চায়েতে যুগ্ম বিডিওকে পাঠিয়েছি। ওই শ্রমিকদের টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE