দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকার মুচিপোলে বিষমদের জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ আরও তিন জন হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, গত চার দিনে ওই এলাকার উত্তম ভক্ত, সুখদেব হালদার ও মদন রুইদাস নামে তিন জনের মৃত্যু হয়। বুধবার রাতে শেখ রফিক ও জুলফিকর মল্লিক নামে দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তাঁদের মৃত্যু হয়। এর পরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় শেখ মুজিবর নামে এক ব্যক্তির চোলাইয়ের ঠেক থেকে মদ খেয়েই পর পর এই মৃত্যুর ঘটনা। তাঁদের অভিযোগ, বছরখানেক ধরেই ঠেক চালাচ্ছেন মুজিবর। এ দিন তাঁর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। তবে মুজিবর ফেরার বলে জানিয়েছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে রফিক ও জুলফিকরের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের কর্তারা। এ দিন ঘটনাস্থলে আসেন বজবজের বিধায়ক অশোক দেব। দক্ষিণ
২৪ পরগনার জেলাশাসক পি বি সেলিম বলেন, ‘‘তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’