Advertisement
E-Paper

ট্রেনের কামরায় ইটের টুকরো উড়ে আসে, এমনও ঘটেছে

‘‘দাদা ছোট বাচ্চা, পরিবার আছে। একটু উঠতে দিন না’’— মহিলার আবেদনে রেল পুলিশ সপরিবার মহিলাকে উঠতে দিলেন মাতৃভূমিতে। তবে সকলেই যে অনুরোধ-উপরোধ করে উঠছেন তা নয়। বহু পুরুষ যাত্রীকে দিব্যি উঠে পড়তে দেখা গেল এই ট্রেনের কামরায়।

সামসুল হুদা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০০:৩৪
বে-পরোয়া: রেল পুলিশ আছে। তবু মাতৃভূমির মহিলা কামরায় পুরুষের আনাগোনা। নিজস্ব চিত্র

বে-পরোয়া: রেল পুলিশ আছে। তবু মাতৃভূমির মহিলা কামরায় পুরুষের আনাগোনা। নিজস্ব চিত্র

মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের ওঠা বন্ধ-সহ আরও কিছু দাবিতে ক’দিন আগে রেল অবরোধ হয়েছে ক্যানিং শাখায়। এই লাইনে মাতৃভূমি লোকালের পরিস্থিতি কী, জানতে শুক্রবার সফর করা গিয়েছিল ওই ট্রেনে। নানা অভিজ্ঞতার মধ্যে যা দেখা গেল, মহিলাদের জন্য সংরক্ষিত এই ট্রেনে বহু পুরুষ যাত্রীই ওঠেন। রেল পুলিশ যা দেখেও দেখে না।

‘‘দাদা ছোট বাচ্চা, পরিবার আছে। একটু উঠতে দিন না’’— মহিলার আবেদনে রেল পুলিশ সপরিবার মহিলাকে উঠতে দিলেন মাতৃভূমিতে। তবে সকলেই যে অনুরোধ-উপরোধ করে উঠছেন তা নয়। বহু পুরুষ যাত্রীকে দিব্যি উঠে পড়তে দেখা গেল এই ট্রেনের কামরায়।

সন্ধে ৬.৫৫। সবে সোনারপুরে ঢুকেছে ডাউন ক্যানিং মাতৃভূমি লোকাল। একদল লোক হুড়মুড়িয়ে উঠে পড়ল ভেন্ডার এবং মহিলা কামরায়। এই ট্রেনে তিনটি জেনারেল কামরা আছে। যদিও মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল।

ভেন্ডারে পুরুষ যাত্রীরা উঠে তাস খেলছিলেন। মহিলা কামরাতেও মহিলা যাত্রীদের পাশে বসে থাকতে দেখা গেল সপরিবার পুরুষদের। অল্পবয়সীও কয়েকজন চোখে পড়ল, কামরা চড়ে বসেছে। তাদের কাউকে কাউকে হ্যান্ডেল ধরে ঝুলতে দেখা গেল দরজায়। মুখে গুন গুন চটুল হিন্দি গানের কলি। চোখ ঘুরছে মহিলা যাত্রীদের দিকে।

রেল পুলিশ প্রায় প্রতিটি কামরায় আছে। তবু এই দৃশ্য আকছার চোখে পড়বে, জানা গেল নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলে। রেল পুলিশের বচসাও হল মহিলাদের কারও কারও।

ট্রেনের নিত্যযাত্রী রেখা মজুমদার, রূপা রায়রা বলেন, ‘‘এমনিতেই অনেক পুরুষ যাত্রী মাতৃভূমি লোকালে উঠে পড়েন। আমরা প্রতিবাদ করলে অনেক সময়ে ট্রেন থেকে নেমে ইটের টুকরো ছুড়ে মারেন, এমন ঘটনাও ঘটেছে। রেল পুলিশ থাকলেও অনেক সময়ে তারা নীরব দর্শক।’’ তবে কিছু ক্ষেত্রে ধরপাকড়ও যে হয় না, তা নয়— জানালেন ওই যাত্রীরাই।

সম্প্রতি রেল থেকে লোকাল ট্রেনের জেনারেল কামরায় দু’টি মহিলা কামরা থেকে বাড়িয়ে চারটি করেছে। ট্রেনের সামনে, পিছনে ভেন্ডার কামরার অর্ধেক করে মহিলা কামরা করা হয়েছে। যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ আছে।

এ বিষয়ে নিত্যযাত্রী অমিয় মণ্ডল, শঙ্কর গায়েনরা বলেন, ‘‘ক্যানিং থেকে নিত্য দিন হাজার হাজার মানুষ শহর ও শহরতলিতে যান। এই লাইনে প্রায় ১ ঘণ্টা পরপর ট্রেন। তার উপরে জেনারেল কামরা কমিয়ে দিয়ে মহিলা কামরার সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। মহিলাদের জন্য আলাদা মাতৃভূমি লোকাল থাকলেও লোকাল ট্রেনে সাধারণ কামরা কমিয়ে দিয়ে মহিলা কামরা বাড়ানো হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।’’

রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাতৃভূমি লোকালে সব সময়ে রেল পুলিশ থাকে। যদি কেউ মহিলা কামরা ও ভেন্ডারে ওঠে, তা হলে তাদের ধরা হয়। মামলা হয়। তবে অসুস্থ ও প্রতিবন্ধীদের কিছুটা ছাড় দেওয়া হয় বলেও জানাল তারা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘মাতৃভূমিতে ভেন্ডার কামরায় পুরুষ ওঠা আমরা বন্ধ করে দেব। মহিলা কামরায় পুরুষ উঠলে রেল পুলিশ তাদের ধরে জরিমানা করে।’’

তিনি আরও জানান, ১২ বগির ট্রেনে আগে দু’টি মহিলা কামরা ছিল। সেখানে ১২ বগির বদলে ১৩ বগি করে দিয়ে তিনটি মহিলা কামরা করা হয়েছে। ৯ বগির ট্রেনে আগে ১টি মহিলা কামরা ছিল। এখন তা বাড়িয়ে ১০ বগি করে দু’টি মহিলা কামরা করা হয়েছে। বিষয়টি সকলের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

Matribhumi Local Reservation ক্যানিং
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy