তৃণমূল নেতার বাড়িতে গুলি ছুড়ে হামলা চালানোর অভিযোগে এক দুষ্কৃতীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। হামলাকারীর মোটর বাইকটিও ভাঙচুর করা হয়। ধৃত আরশাদ গাজির কাছ থেকে একটি রিভলবার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে।
মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী অনিতা রায় বলেন, “সম্প্রতি সিপিএম থেকে তৃণমূলে আসা দলের এক গোষ্ঠীর লোকজন ষড়যন্ত্র করে দলের নেতা আইজুল গাজিকে খুনের জন্য এসেছিল।” যদিও ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করে আরশাদের দাদা রাছেড় আলি মণ্ডল বলেন, “দুষ্কৃতীরা হয় তো ভাইকে কোনও অসত্ উদ্দেশে তৃণমূল নেতার বাড়িতে নিয়ে গিয়েছিল। ওরা গুলি ছুড়েছিল বলেও শুনেছি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর চাপালি পঞ্চায়েতের চাপালি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি আইজুল। বুধবার রাত ১২টা নাগাদ দু’টি মোটর বাইকে চার জন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। সে সময়ে আইজুল বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। আশপাশের লোকজন শব্দ শুনে বেরিয়ে পড়েন। আইজুলের ভাইরাও চলে আসেন। তাঁদের তাড়া খেয়ে তিন দুষ্কৃতী পালাতে পারলেও জনতার হতে ধরা পড়ে যায় স্থানীয় জলসেরিয়া গ্রামের বাসিন্দা আরশাদ। শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিশ গিয়ে জনতাকে কোনও মতে শান্ত করে আরশাদকে উদ্ধার করে। মিনাখাঁ হাসপাতাল থেকে তাকে পরে পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে।