Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Bird

জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবসে বন্যপ্রাণ রক্ষায় সচেতনতা শিবির বন দফতরের

প্রয়াত পক্ষিবিজ্ঞানী সেলিম আলির জন্মদিন উপলক্ষ্যে ১২ নভেম্বর দিনটি জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস হিসাবে পালিত হয়।

পক্ষী দিবসে সচেতনতা শিবির বন দফতরের।

পক্ষী দিবসে সচেতনতা শিবির বন দফতরের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৯:২৩
Share: Save:

জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বন দফতরের সহযোগিতায় সচেতনতা শিবিরের করলেন পরিবেশ ও বন্যপ্রাণপ্রেমীরা।

শনিবার উত্তর ২৪ পরগনা বনবিভাগের বনগাঁর রেঞ্জ অফিসার চিরব্রত রায় এবং অন্য বনকর্মীদের সঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত সংগঠন প্রাণী ও প্রকৃতি ফাউন্ডেশনের সদস্যেরা বল্লভপুর বিশ্বম্ভর বিদ্যাপীঠে জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস উদ্‌যাপনের আয়োজন করে। পাখি ও বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের পাশাপাশি ছিল পদযাত্রা ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজনও।

প্রাণী ও প্রকৃতি ফাউন্ডেশনের সদস্য কিংশুক মণ্ডল বলেন, ‘‘উত্তর ২৪ পরগনার জীববৈচিত্রে রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য জেলা। আগামী দিনে বনবিভাগের সহায়তায় ধারাবাহিক ভাবে জেলা জুড়ে এ ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’’ প্রসঙ্গত, প্রয়াত পক্ষিবিজ্ঞানী সেলিম আলির জন্মদিন উপলক্ষ্যে ১২ নভেম্বর দিনটি জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস হিসাবে পালিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE