Advertisement
২০ এপ্রিল ২০২৪

বরুণের স্মরণসভা

সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুবাষির্কী পালিত হল মঙ্গলবার। ‘প্রতিবাদী মঞ্চ’ ছিল এরক আয়োজক। বরুণের বাড়ির কাছেই স্থানীয় বেড়ি গোপালপুর- গোবরডাঙা সড়কের পাশে বরুণের আবক্ষ মূর্তির পাদদেশে সভার হয়।

শুধুই স্মৃতি। নিজস্ব চিত্র।

শুধুই স্মৃতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০০:৫৭
Share: Save:

সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুবাষির্কী পালিত হল মঙ্গলবার।

‘প্রতিবাদী মঞ্চ’ ছিল এরক আয়োজক। বরুণের বাড়ির কাছেই স্থানীয় বেড়ি গোপালপুর- গোবরডাঙা সড়কের পাশে বরুণের আবক্ষ মূর্তির পাদদেশে সভার হয়। বরুণের আবক্ষ মূর্তিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান অনেকে। সকাল থেকে টানা বৃষ্টিতে ভিড় ছিল চোখে পড়ার মতো কম। বরুণের পরিবারের পক্ষ থেকেও কেউ আসেননি। বরুণের মৃত্যুর পরে প্রতিবাদী মঞ্চ ও পরিবারের সদস্যদের মধ্যে নানা কারণের জেরে সম্পর্ক এখন নেই বললেই চলে। ভিড় না হওয়ার কারণ সেটাই, মনে করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

তবে অনেকেই জানালেন, সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণের প্রতি তাঁরা আগের মতোই শ্রদ্ধাশীল। সকলেই চান, খুনিরা দ্রুত শাস্তি পাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barun condolence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE