স্কুল যেতে সন্তানেরা বাড়ি থেকে বেরোলেই চিন্তায় থাকেন বহু অভিভাবক। তারা বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তা থেকে যায়। এ বার অভিভাবকদের ‘উৎকণ্ঠা’ কাটাতে গোবরডাঙার জানাফুল হাই স্কুলে চালু হল ডিজিটাল হাজিরা। এই ব্যবস্থায় পড়ুয়ারা কখন স্কুলে পৌঁছল বা বেরোল, এই সমস্ত তথ্য বাড়িতে বসে মোবাইলে পেয়ে যাবেন অভিভাবকেরা। বুধবার আধুনিক এই প্রযুক্তির উদ্বোধন করেন গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ। ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি কল্যাণ দত্ত-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্কুল সূত্রের খবর, অনেক সময়ে দেখা যায়, পড়ুয়াদের অনেকে স্কুলে না নিয়ে ঘুরতে চলে গিয়েছে। পার্কে, চায়ের দোকানে বসে বা অন্য কোথাও গিয়ে তাদের আড্ডা মারতে, মোবাইলে গেম খেলতে দেখা যায়। আবার স্কুল ছুটির পরে বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে অনেকে বাড়ি ফেরে। ঠিক সময়ে সন্তানেরা বাড়ি না ফেরায় অভিভাবকেরা চিন্তায় থাকেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজলকান্তি কয়াল বলেন, ‘‘আমাদের এবং অভিভাবকদের কাছে পড়ুয়াদের স্কুলে আসা-যাওয়ার গতিবিধির তথ্য জানতেই আধুনিক এই পরিষেবা চালু করা হয়েছে। এতে স্কুলে আসার নাম করে বেরিয়ে স্কুলে না এলেও বোঝা যাবে।’’
স্কুল সূত্রে জানানো হয়েছে, পড়ুয়াদের স্কুল থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে। ওই কার্ডে সামনের দিকে পড়ুয়ার ছবি, নাম ও ঠিকানা-সহ ‘বারকোড’ রয়েছে। কার্ডের পিছনে রয়েছে একটি ‘কিউআর কোড।’ ওই কোডটি অভিভাবকেরা ‘স্ক্যান’ করে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন। সেখানেই পড়ুয়ার যাবতীয় তথ্য দেওয়া থাকবে। স্কুল কর্তৃপক্ষ জানান, পড়ুয়ারা স্কুলে প্রবেশের সময় ও স্কুল শেষে বেরনোর সময় ডিজ়িটাল হাজিরার মাধ্যমে কোড স্ক্যান করলেই অভিভাবকদের কাছে মেসেজ পৌঁছে যাবে। ওই অ্যাপের মাধ্যমে স্কুলের বিভিন্ন নির্দেশিকাও দেখা যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)