রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই সেই প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গণেশ বাছার নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ।
রবিবার রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিছু পরীক্ষার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন গণেশ, এমনটাই অভিযোগ।
পুলিশ গোপন সূত্রে খবর পায়, বসিরহাটের কয়েক জন পরীক্ষার্থী পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে পেয়ে গিয়েছেন। পুলিশ ওই পরীক্ষার্থীদের মধ্যে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বসিরহাট থানার সিভিক ভলান্টিয়ার গণেশের নাম জানতে পারে। অভিযোগ, ওই পরীক্ষার্থীদের আগেই প্রশ্নপত্র দিয়ে দেবেন বলে টাকা নিয়েছিলেন গণেশ। কিন্তু প্রশ্নপত্র দেননি। বহু বার তাঁর সঙ্গে যোগাযোগ করলেও ওই পরীক্ষার্থীরা কোনও প্রশ্নপত্র পাননি। এমনকি, তাঁরা টাকা ফেরত চেয়েও পাননি।
এর পরেই পুলিশ গণেশকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বসিরহাট থানার পুলিশ। সূত্রের খবর, এই ঘটনায় জড়িত রয়েছেন সন্দেহে পুলিশের এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।