Advertisement
০৬ মে ২০২৪
Dead Fishes

পুকুরে বিষ, মৃত্যু বহু মাছের

এই পুকুরে নানা প্রজাতির দেশি মাছের চাষ হয়। ‘অভয় খাল’ নামের বড় পুকুরেই রাতের অন্ধকারে বিষ দিয়ে পালায় দুষ্কৃতীরা।

তোলা হচ্ছে মৃত মাছ।

তোলা হচ্ছে মৃত মাছ। ছবি: প্রসেনজিৎ সাহা।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী  শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৩
Share: Save:

বাসন্তীর জয়গোপালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতের ঘটনা। সোমবার সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।

এই পুকুরে নানা প্রজাতির দেশি মাছের চাষ হয়। ‘অভয় খাল’ নামের বড় পুকুরেই রাতের অন্ধকারে বিষ দিয়ে পালায় দুষ্কৃতীরা। পুঁটি, মৌরলা, চাঁদা, শোল, খলসে, বেলে, ছোট চিংড়ি, শিঙি, মাগুর, তোড়া, কই, বান, ভেটকি সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংস্থার সম্পাদক বিশ্বজিৎ মহাকুর বলেন, ‘‘এই সব মাছ মরে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হল। অনেকগুলিই প্রায় লুপ্ত প্রজাতির। আমাদের সংগঠন বিশ বছর ধরে সুন্দরবন এলাকার ছোট দেশজ বিল-মাছ সংরক্ষণে এলাকায় মিটিং-মিছিল করছে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়। এ ভাবে মানুষকে সচেতন করে দেশি ছোট মাছ সংরক্ষণের আন্দোলন গড়ে তোলা হচ্ছে।’’

পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই মাছ সংরক্ষণ সহ নানা কাজের জন্য জাতীয় স্তরে “ইন্দিরা গান্ধী পর্যবরণ পুরস্কার, ২০১১” এবং রাজ্য স্তরেও রাজ্য জীব বৈচিত্র পর্ষদের পক্ষ থেকেও পুরস্কৃত হয়েছিলেন উদ্যোক্তারা। বাসন্তী ব্লক জীব বৈচিত্র ব্যবস্থাপনা সমিতির চেয়ারম্যান প্রভুদান হালদার বলেন, ‘‘সংগঠনের কত টাকা ক্ষতি হল, এটা তেমন বিষয় নয়। বিষয়টি হল, দুষ্কৃতীরা আক্রোশবশত লুপ্তপ্রায়, সংরক্ষিত দেশজ মাছ মেরে ফেলল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basanti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE