Advertisement
২০ মে ২০২৪

এক্স রে প্লেট না দেওয়ায় ক্ষোভ

হাসপাতালে এক্স রে বিভাগের এক কর্তার সঙ্গে রোগীর পরিবারের লোকজনের বচসা চলছে। দফতরের সামনে ভিড়। সামনে যেতেই শোনা গেল, যিনি এক্স রে করিয়েছেন, তিনি রিপোর্ট পেলেও এক্স রে প্লেট পাবেন না। তা নিয়েই গোলমাল।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০২:২৩
Share: Save:

হাসপাতালে এক্স রে বিভাগের এক কর্তার সঙ্গে রোগীর পরিবারের লোকজনের বচসা চলছে। দফতরের সামনে ভিড়। সামনে যেতেই শোনা গেল, যিনি এক্স রে করিয়েছেন, তিনি রিপোর্ট পেলেও এক্স রে প্লেট পাবেন না। তা নিয়েই গোলমাল।

রোগী ও তাঁদের পরিবারকে বোঝানোর চেষ্টা চলছিল, সরকারি নির্দেশে এখন থেকে কোনও রোগীকে এক্স রে প্লেট দেওয়া হবে না।

একটা সময়ে বাধ্য হয়েই বেজার মুখে ফিরলেন রোগী। কিন্তু কেন এমন নিয়ম, তা নিয়ে প্রশ্নটা খচখচ করতেই থাকল অনেকের মনে।

ক্যানিং মহকুমার হাসপাতালগুলিতে কিছু দিন ধরে চলছে এই নিয়ম। এক রোগীর আত্মীয় মিনতি নস্কর বলেন, ‘‘আমার স্বামীর হাত ভেঙে গিয়েছে। চিকিৎসক এক্স রে করার কথা বলেন। সেই মতো ক্যানিং হাসপাতালে এক্স রে করালেও শুধু রিপোর্ট দেওয়া হয়েছে। কোনও প্লেট দেয়নি। আগে হাসপাতালে প্লেট ও রিপোর্ট দেওয়া হতো।’’ রোগীদের অনেকেরই বক্তব্য, বাইরের কোনও চিকিৎসককে পরে দেখাতে গেলে তিনি প্লেটই দেখতে চান। সে ক্ষেত্রে ফের এক্স করাতে হয় বাইরে থেকে। হাসপাতালে এ জন্য করচ না হলেও বাইরে থেকে করাতে খরচ পড়ে।

ক্যানিং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগে হাসপাতাল থেকে এক্স রে রিপোর্ট, প্লেট— দুই-ই দেওয়া হতো। সম্প্রতি হাসপাতালের এক অডিটে বলা হয়, কেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্লেট দিয়ে দিচ্ছে। এতে সরকারের রেভিনিউ নষ্ট হচ্ছে। সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ক্ষোভ জানিয়ে হাসপাতালের এক কর্মী বলেন, ‘‘এ দিকে প্লেট না দিলে রোগীরা ঝামেলা করছে, অন্য দিকে যদি প্লেট দেওয়া হয়, তা হলে কর্তৃপক্ষ জরিমানা করছে।’’

ক্যানিং হাসপাতালের সুপার অর্ঘ্য চৌধুরী বলেন, ‘‘আমাদের কাছে যেমন নির্দেশিকা আছে, সেই মতোই কাজ করা হচ্ছে। এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম দাস মালাকার জানান, সরকারি হাসপাতালে এক্স রে প্লেট সরকারি সম্পত্তি। হাসপাতালে ভর্তি থাকা রোগীর চিকিৎসার জন্য এক্স রে প্লেট রোগীর ট্রিটমেন্ট ফাইলে থাকবে। তা রোগীর হাতে দেওয়া হবে না। রোগী কেবল মাত্র রিপোর্টই পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

X-ray department Patient Doctors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE