পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত এক কর্তার। শাহবুদ্দিন বিশ্বাস নামের বছর ৪৫-এর ওই পুলিশকর্তা ভাঙড় ডিভিশনের ডিসি দফতরের দায়িত্বে ছিলেন। থাকতেন কলকাতার বডিগার্ড লাইনের পুলিশ কোয়ার্টারে। বৃহস্পতিবার ডিউটি শেষে কোয়ার্টারে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে খবর, বাইক চালিয়ে কোয়ার্টারে ফিরছিলেন শাহবুদ্দিন। বৈরামপুরের কাছে একটি ট্রাক পিছন দিক থেকে তাঁর বাইকে ধাক্কা মারে। রাতের অন্ধকারে কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাকের চাকা এএসআইয়ের কোমরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি সৈকত ঘোষ-সহ ভাঙড় ডিভিশনের পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে তার চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার পর বাসন্তী হাইওয়ের উপর সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। দ্রুত দেহ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।