অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁয়। অভিযোগ, স্কুলের এক অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে। পুলিশ এবং জনতার সংঘর্ষে আহত দু’পক্ষের বহু। গ্রেফতার কমপক্ষে ন’জন।
সূত্রের খবর, বুধবার বনগাঁ থানার অন্তর্গত গাঁড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগ তোলে তারই স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। এর পরেই প্রায় ৮ ঘণ্টা ধরে বিদ্যালয় প্রাঙ্গণে এবং বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিদ্যালয়ের ছাত্রী-সহ অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। বনগাঁ থানার পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে তাঁদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন উত্তেজিত জনতা। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনায় এক বিজেপি নেতা-সহ মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ ও তাঁদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।