E-Paper

ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫! অভিযোগ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মজিদের বাবার দুই বিয়ে। মজিদের নিজের মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৩৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ছেলের বয়স বেশি মায়ের থেকে!

নিজের এক্স হ্যান্ডেলে এমন তথ্য তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবি, বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর পঞ্চায়েতের ২৬৪ নম্বর বুথের ৭৬ বছর বয়সি ভোটার আব্দুল মজিদ শেখের নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা (সিরিয়াল নম্বর ৩১৪) অনুযায়ী ৭৬ বছর, তা হলে ২০০২ সালের এসআইআর-এর সময়ে প্রাপ্তবয়স্ক ও ভোটার হিসেবে তাঁর নাম নথিভুক্ত হওয়ার কথা। কিন্তু তা নেই বলে দাবি শুভেন্দুর। তাঁর কথায়, ‘‘আশ্চর্যের বিষয় হল (যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনও কিছুতেই আশ্চর্য লাগে না), উনি যাঁকে মা বলে চিহ্নিত করছেন, তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার ৫৫ নম্বর বুথের ৪০১ সিরিয়াল নম্বরের যছিমন শেখ। তাঁর ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স, ৪২ বছর। ২০২৫ সালে মায়ের বর্তমান বয়স ৬৫ বছর আর ছেলের বয়স ৭৬ বছর! মা ছেলের থেকে ১১ বছরের ছোট! শুভেন্দুর অভিযোগ, ‘‘আব্দুল মজিদ শেখ তাঁর তিন ছেলের ঠাকুমা হিসাবে যশিমনকে দেখিয়ে এসআইআর-এর ফর্ম জমা দিয়েছেন।’’

রামনগর পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। উপপ্রধান বাসুদেব ঘোষ বলেন, "আব্দুল মজিদ শেখ আদতে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা হলেও রামনগরের বেড়ি এলাকায় প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন। এখানে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকেন। উনি এখানকার স্থায়ী বাসিন্দা। উনি বাংলাদেশি নন। যত দূর জানি, ওঁর নথিপত্র সব ঠিকঠাক আছে।’’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মজিদের বাবার দুই বিয়ে। মজিদের নিজের মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করেন। মজিদ সৎমাকে নিজের মা বলে দাবি করে ভোটার তালিকায় নাম তুলেছেন। সে কারণে বয়সের গোলমাল হয়েছে। যদিও মজিদ তাঁরই ছেলে বলে দাবি করেছেন যছিমন।

গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস বলেন, “এ বিষয়ে কিছু জানা নেই। আমাদের কাছে কোন অভিযোগও আসেনি। এলে খতিয়ে দেখা হবে।”

শনিবার মজিদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর ছেলে সাবির হোসেন শেখ বলেন, ‘‘আমার বাবা -ঠাকুরদার জন্ম দক্ষিণ ২৪ পরগনায় হলেও আমরা রামনগরে ৪৫ বছর ধরে মামার বাড়িতে থাকি। বাবা চিকিৎসার কারণে বাইরে আছেন। বাবার নাগরিক হিসেবে নথিপত্র সব ঠিক আছে। মায়ের বয়স ভুল হয়ে থাকতে পারে, আমাদের জানা নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangaon West Bengal SIR Suvendu Adhikari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy