মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগে ভাটপাড়ার একটি স্কুলে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শেষ পর্যন্ত পুরসভার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র বিদ্যাপীঠ নামে একটি স্কুলে মিড ডে মিলের খাবারের মান খারাপ এবং খাবার চুরির অভিযোগ করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। প্রতিদিন ৩৪ জন পড়ুয়ার জন্য বরাদ্দ খাবার তৈরি হলেও স্কুলে উপস্থিত থাকে তার থেকে অনেক কম সংখ্যক ছাত্র-ছাত্রী। তাদের যে খাবার দেওয়া হয়, তা খুবই নিম্নমানের বলে অভিযোগ করেন লিপি বিশ্বাস নামে এক অভিভাবক। স্কুলের শিক্ষিকা ও সহায়িকারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চিৎকার-চেঁচামেচি হতে থাকে। স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় ঘটনাস্থলে গিয়ে শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভাটপাড়া পুরপ্রধান অর্জুন সিংহ বলেন, ‘‘বিষয়গুলি খতিয়ে দেখা হবে।’’