হাত-পা বাঁধা অবস্থায় এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার রসখালি এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম অনুপমা মণ্ডল (৬৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুপমা একাই থাকতেন। সোমবার সকালে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। কিন্তু, ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। তার পরেই প্রতিবেশীরা বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, একটি কাপড় দিয়ে ওই প্রৌঢ়ার সারা শরীর জড়িয়ে রাখা হয়েছিল। হাত-পা বাঁধা ছিল পিছমোড়া করে।
প্রতিবেশীদের অভিযোগ, অনুপমাকে নির্যাতন করার পরে খুন করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল নস্করেরও দাবি, ‘‘প্রৌঢ়ার গায়ে গয়না ছিল। সেগুলি লুট করে তাঁকে খুন করা হয়েছে।’’ বিষ্ণুপুর থানা সূত্রের খবর, আপাতত একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনও পরিচিত ব্যক্তি এই ঘটনায় জড়িত। দুর্গাপুজোর পঞ্চমীর দিন ওই প্রৌঢ়কে শেষ বার বাড়ির বাইরে দেখা গিয়েছিল। তদন্তকারীদের অনুমান, পঞ্চমী অথবা ষষ্ঠীর দিন অনুপমার মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, মৃতদেহে পচন ধরে গিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্তকারীরা জানান, নির্যাতনের অভিযোগ ময়না তদন্তের রিপোর্ট আসার পরে খতিয়ে দেখা হবে। পাশাপাশি, প্রৌঢ়ার বাড়িতে কাদের যাতায়াত ছিল, সেই খোঁজ করা হচ্ছে। অনুপমার পরিচিতদের তালিকা তৈরি করে তাঁদেরজিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)