ডেঙ্গি চিত্র
হাবরা স্টেট জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন ৩২ জন।
তাঁদের মধ্যে এখনও এক বালিকা-সহ দু’জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে।
পুর-দাবি
মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা মারতে পুরসভার পক্ষ থেকে কীটনাশক ছড়ানো হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে। ব্লিচিং ও চুন ছড়ানো হচ্ছে।
স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন ডেঙ্গি প্রতিরোধে কী পদক্ষেপ করা উচিত।
পুরসভার বেশির ভাগ নিকাশি নালা পরিস্কার করা হয়েছে।
সমস্যা কোথায়
কামারথুবা, শ্রীপুর, হিজলপুকুর, আশুতোষ কলোনি, জয়গাছির একাংশ এলাকায় নিকাশি বেহাল।
রেল কলোনি এলাকায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। বিভিন্ন এলাকায় রাস্তাতেই আবর্জনা পড়ে থাকে।
১। হাবরার জয়গাছিতে পড়ে রয়েছে জল ভরা পুরনো রঙের বালতি। ২। কামারথুবার হরিসভার রাস্তায় জমে আছে জল।
৩। আশুতোষ কলোনিতে রাস্তার পাশেই আর্বজনা। ৪। হাবরা-নগরউখরা রোডে টালিখোলা মোড়ে পড়ে রয়েছে আবর্জনা।
৫। কামারথুবায় জমা জল। ৬। হিজলপুকুরে ড্রেনের পাশে জমা জল।
পরিকাঠামোয় ঘাটতি
নেই যথেষ্ট পরিমাণে মশা মারার ধোঁয়ার মেশিন। জলাভূমি ভরাট করলে তৈরি হয়েছে নির্মাণ। ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। নিকাশির প্রধান মাধ্যম পদ্মা খাল। তা জবর দখল হয়েছে। ফলে জমা জল বের হয় না।
ত্রাহি রব মেডিক্যালেও
হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গির রক্ত পরীক্ষার ব্যবস্থাও নেই। রিপোর্টের জন্য পাঠাতে হয় বারাসত জেলা হাসপাতালে। সেখান থেকে রিপোর্ট আসতে দেরি হয়।