কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে বচসার জেরে এক যুবককে খুনের অভিযোগ। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ঘটনাটি ঘটেছে। খুনের অভিযোগে নিহতের প্রতিবেশী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সনাতন নস্কর। বাড়ি সোনারপুরের কুস্তিয়া এলাকায়। স্থানীয়েরা জানাচ্ছেন, বুধবার রাতে পাড়ার কালীপুজোর মণ্ডপে ব্যক্তিগত বক্সে গান বাজাচ্ছিলেন সনাতন। সে সময় এক প্রতিবেশী এসে সনাতনকে জানান, শব্দ কমানো হোক, তাঁদের বাড়িতে অসুস্থ পরিজন রয়েছেন। প্রতিবেশীর অনুরোধে সাউন্ডবক্স খুলে নিয়ে বাড়ি চলে যান সনাতন।
আরও পড়ুন:
অভিযোগ, কিছু ক্ষণ পর সনাতনদের বাড়ি যান আর এক প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী। তাঁরা ফের বক্সে গান বাজানোর জন্য সনাতনকে জোরাজুরি করতে থাকেন। এ নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। অভিযোগ, সনাতনের মা ও ভাইকে মারধর করেন পিন্টু ও তাঁর স্ত্রী। প্রতিবাদ জানাতে গেলে এক পর্যায়ে ছুরি নিয়ে সনাতনের উপর ঝাঁপিয়ে পড়েন পিন্টু। শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সনাতন। দ্রুত তাঁকে উদ্ধার করে কালিকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর পর স্থানীয়েরাই পিন্টু ও তাঁর স্ত্রীকে পুলিশের হাতে তুলে দেন। গভীর রাতে ঘটনাস্থল ঘুরে দেখে নমুনাও সংগ্রহ করেছে সোনারপুর থানার পুলিশ। এই খুনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে সব খতিয়ে দেখা হচ্ছে।