হাওড়ার হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের ঘটনায় আগেই ধরা পড়েছিলেন এক ট্রাফিক হোমগার্ড-সহ দু’জন। এ বার তৃতীয় অভিযুক্তকেও ধরল পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, অস্থায়ী হোমগার্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূল অভিযুক্ত শেখ বাবুলালকেও।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ সম্রাট। সোমবার সন্ধ্যার ওই ঘটনার সময় উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত ছিলেন বাবুলালের পরিচিত ওই যুবক। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, আগেই ধৃত দুই অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কর্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূল অভিযুক্ত বাবুলালকে। ওই যুবক উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে অস্থায়ী হোমগার্ড হিসাবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় এক আত্মীয়কে নিয়ে উলুবেড়িয়ার ওই হাসপাতালের প্রসূতি বিভাগে গিয়েছিলেন বাবুলাল। সঙ্গে আরও ১০-১২ জন ছিলেন। সে সময় হাসপাতালের প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন ‘আক্রান্ত’ মহিলা জুনিয়র চিকিৎসক। ট্রাফিক হোমগার্ডের আত্মীয়ের শারীরিক পরীক্ষার পর তিনি কিছু ক্ষণের জন্য হাসপাতালের রেস্ট রুমে গিয়ে বসেছিলেন। অভিযোগ, তখনই দলবল নিয়ে ওই জুনিয়র চিকিৎসকের উপর চড়াও হন বাবুলাল। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, ‘আক্রান্ত’ মহিলার দাবি, ওই দলের মধ্যে কয়েক জন তাঁকে ‘ধর্ষণে’র হুমকিও দেন। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ওয়ার্ডের নার্স এবং আয়ারা তাঁকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন।
ঘটনার দিন রাত্রেই উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই জুনিয়র চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ বার তৃতীয় অভিযুক্তও ধরা প়়ড়লেন। প্রসঙ্গত, মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনার প্রতিবাদে বুধবার পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে পুলিশ সুপারের অফিসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা।