অবশেষে কাকদ্বীপের লট ৮ ঘাটের কাছে শুরু হল মুড়িগঙ্গা নদীর ড্রেজিং।
বুধবার সকাল থেকে একটি ড্রেজার দিয়ে পলি কাটার কাজ শুরু হয়েছে। পুরোদমে কাজ শুরু হতে আরও সপ্তাহখানেক লাগবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এর আগে পলি কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল আন্তর্দেশীয় জলপথ পরিবহণ নিগমকে (ইনল্যান্ড ওয়াটার্স)। ২০১৮ সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগে থেকে বছরভর পাঁচটি আধুনিক ড্রেজার মেশিন ও চারটি পলি কাটার মেশিন দিয়ে নিয়মিত নদীতে কাজ চলেছিল। টানা পাঁচ বছর ড্রেজিংয়ের জন্য রাজ্য সরকারের তরফে টাকাও বরাদ্দ করা হয়। সাগর মেলা মিটে গেলেও সারা বছর ড্রেজিং চলার কথা ছিল।