জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এক ব্যবসায়ীর বিদেশে যাতায়াত প্রশ্ন তুলেছে ইডি-র তদন্তকারীদের মনে। মঙ্গলবার খড়দহ এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, সেই নথি থেকেই তদন্তকারীরা জানতে পেরেছেন যে গত দশ বছরে প্রায় ৯০০ বার ব্যাঙ্কক গিয়েছেন তিনি। বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার পাশাপাশি পরিবহণ-সহ একাধিক ব্যবসাও আছে তাঁর। ইডি সূত্রে খবর, আনাজের আমদানি-রফতানি ব্যবসার সূত্রেই ঘনঘন বিদেশযাত্রা বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে তাঁর এই দাবি সন্তোষজনক মনে হয়নি ইডি-র।
ইডি-র একটি সূত্রের দাবি, জাল পাসপোর্ট চক্রের চাঁই তথা আদতে পাক নাগরিক আজাদ মল্লিকের শাগরেদ ইন্দুভূষণ হালদারকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর সূত্রেই খড়দহের এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। পাসপোর্ট জালিয়াতি থেকে আয় হওয়া টাকা বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবসার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রের দাবি, ওই ব্যবসায়ীর গত দশ বছরের আর্থিক লেনদেন, আয়কর রিটার্ন, ব্যবসা এবং সম্পত্তির নথি জমা দিতে বলা হয়েছে। সেগুলি দেখে ফের তলব করা হতে পারে।
জাল পাসপোর্ট চক্রে সম্প্রতি নদিয়ার চাকদহেও হানা দেয় ইডি। ইডি-র দাবি, পুরো চক্রের মূল যোগসূত্র ছিল আজাদ মল্লিক ও তার শাগরেদ ইন্দুভূষণ হালদার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)