সেনাবাহিনী ও পুলিশে চাকরির নামে ভুয়ো সংস্থা চালানো ও তাকে ঘিরে এলাকা জুড়ে মোটা টাকায় ঘর ভাড়া দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মার নির্দেশে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে মোহনপুর থানার অন্তর্গত বিড়লা গেটের সুকান্তপল্লির ঘিঞ্জি বসতি এলাকায় থাকা ওই ট্রেনিং ইনস্টিউটকে। ওই বহুতল ও তাকে ঘিরে একাধিক বহুতলে প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থীর হদিস মেলে। বিএসএফের এক মহিলা জওয়ানকেও এলাকারই এক জনের বাড়িতে থাকা ছাত্রী আবাস থেকে পাওয়া যায়।
ব্যারাকপুরের নগরপাল বলেন, ‘‘গোপাল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। তাঁকেও আটক করা হয়েছে। চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রতারণা সংস্থা খোলা হয়েছিল ও অনেকেই ভাড়া দিয়ে ওই চাকরিপ্রার্থীদের রাখছিলেন বলে জানা গিয়েছে।’’
পুলিশ জানিয়েছে, যাঁরা ভাড়া দিয়েছিলেন নিয়ম অনুযায়ী কেউই স্থানীয় থানায় জানাননি। ফলে অভিযান চলাকালীন অনেকেই গা ঢাকা দিয়েছে বলে পুলিশের অনুমান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)