ভুলে ভরা মেধা তালিকা বাতিলের সিদ্ধান্ত নিল ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ কর্তৃপক্ষ। নতুন তালিকা প্রকাশ করা হবে বলে কলেজ সূত্রের খবর।
ভর্তি প্রক্রিয়া নিয়ে ছাত্রছাত্রীদের নানা অভিযোগ গত কয়েক দিন ধরেই কলেজে জমা পড়ছিল। মঙ্গলবার পর্যন্ত সংখ্যাটা দাঁড়ায় ১৩১১টি। এ দিনই ছিল অভিযোগ জানানোর শেষ দিন। কলেজের একটি সূত্র জানাচ্ছে, হাজার ছ’য়েক আবেদন জমা পড়েছিল। যার মধ্যে অভিযোগ জমা পড়ে এই বিপুল সংখ্যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কলেজ কর্তৃপক্ষ পুরনো তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হবে না বলেই জানিয়েছেন। যদিও পুরনো তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশের কথা সরাসরি মানছেন না তাঁরা। অধ্যক্ষ সুবীরেশ ভট্টাচার্য বলেন, ‘‘যাতে মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয়, সে জন্য প্রকাশিত মেধা তালিকার পুনর্বিন্যাস করা হচ্ছে। কবে তা প্রকাশিত হবে, তা আমরা ওয়েবসাইটে জানিয়ে দেব।’’
ছাত্রছাত্রীরা অনেকেই অভিযোগ তুলেছেন, মেধাতালিকায় জায়গা পাওয়া অনেকের থেকে বেশি নম্বর পেয়েও তাঁদের নাম তালিকায় নেই। কিন্তু এত ভুল হল কেন?
অধ্যক্ষের দাবি, ‘‘একটা নতুন ব্যবস্থা এই প্রথম চালু হওয়ার পরে কিছু সমস্যা হতেই পারে। বড় কলেজ, প্রচুর আবেদনপত্র। তাই ভুলত্রুটির সংখ্যাও বেশি। বেশিরভাগ ভুল তো করেছে ছাত্রছাত্রীরাই। কিন্তু তা তো কড়া ভাবে দেখা হয়নি। বরং তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে।’’ কিন্তু কলেজের তরফেও ভুল-ত্রুটি ছিল কিনা, তা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি তিনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ঠিক মতো ফর্ম পূরণ করতে পারেনি। কিছু ক্ষেত্রে ব্যাঙ্কের চালানের তথ্য ঠিক মতো দেওয়া হয়নি। কিন্তু তার পরেও অভিযোগের তালিকাটি যে দীর্ঘ, তা মানছেন ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অনেকেই। কলেজের এক অধ্যাপকের কথায়, ‘‘আমরা ঠিক করেছিলাম, যদি কম সংখ্যায় অভিযোগ জমা পড়ত, তা হলে আগের তালিকার সঙ্গে নতুন আরও একটি তালিকা দেওয়া হতো। কিন্তু দেখা গিয়েছে, যাঁদের নাম তালিকায় আসেনি, তাঁদের অনেকেরই সুযোগ পাওয়ার কথা। তাই নতুন করে তালিকা প্রকাশ করা হচ্ছে।’’
মহকুমার অন্যতম বড় এই কলেজে গত সপ্তাহে অনলাইনে ভর্তির মেধা তালিকা প্রকাশ হতেই দেখা যায়, অনেক মেধাবী ছাত্রছাত্রীর নাম তাতে নেই। ছাত্রছাত্রীদের ক্ষোভ আঁচ করে কলেজের কাছে স্মারকলিপি দিয়ে আবেদনকারীদের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিল টিএমসিপি।
কিন্তু প্রথম তালিকার নাম যদি নতুন তালিকায় বাদ পড়ে, তা হলেও কি জটিলতা বা ক্ষোভ তৈরি হবে না ছাত্রছাত্রীদের মধ্যে? এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনেই তালিকা তৈরি হবে।