Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মিনাখাঁয় ভস্মীভূত ৯টি বাড়ি

একটি বাড়িতে আগুন লেগেছিল। কিন্তু দমকল আসতে দেরি হওয়ায় পর পর আটটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁর ধুতুরদহের বার্গা গ্রামে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১২
Share: Save:

একটি বাড়িতে আগুন লেগেছিল। কিন্তু দমকল আসতে দেরি হওয়ায় পর পর আটটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁর ধুতুরদহের বার্গা গ্রামে। দমকল জানায়, রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে তাড়াতাড়ি পৌছনো যায়নি। তা ছাড়া, গ্রামের রাস্তাটিও ঠিকঠাক নয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জখম ৮ জন। চার জনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে প্রথমে ওই গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। ওই এলাকার পাশেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা। খবর দেওয়া হয় ওই থানায়। এরপরেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানাতেও খবর পৌঁছয়। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৭টি বাড়িতে। ইয়াকুব মোল্লা, কাশেম মোল্লা, লব মোল্লা এবং নুর ইসলাম মোল্লা নামে চার জনকে প্রথমে মিনাখাঁ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয় বসিরহাট হাসপাতালে। দমকলের অনুমান, লাইটপোস্টে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অন্য দিকে, এ দিনই কাকদ্বীপের প্রতাপাদিত্যনগরের পশ্চিম গোবিন্দপুরে একটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Minakhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE