কালীপুজোর মেলায় বসা খাবারের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল। রবিবার সন্ধ্যায় ঘনাটি ঘটেছে নৈহাটির রেল মাঠে। আগুনে দু’টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। আরও দু’টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।
পুলিশ ও দমকল সূত্রের খবর, রেল মাঠে একটি ক্লাবের পুজো উপলক্ষে প্রতি বছর মেলা বসে। এ দিন সেই মেলা শুরু হওয়ার কথা ছিল। মেলায় থাকে বহু খাবারের দোকান। বিকেল থেকেই দোকান খুলে গিয়েছিল। এর মধ্যে একটি রোল-চাউমিনের দোকানে জ্বলন্ত উনুনের পাশে থাকা দু’টি সিলিন্ডারে আগুন ধরে ফেটে যায়। মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের অস্থায়ী দোকানেও। তড়িঘড়ি দোকান ও মেলার মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকজনকে সরিয়ে দেন আয়োজকেরা।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটিরই বাসিন্দা। তিনি বলেন, ‘‘বাড়ির কাছে এই পুজো ঘিরে মেলা বসে প্রতি বছর। এটা নিছক দুর্ঘটনা। মেলা যাতে স্বাভাবিক ছন্দে চলে তা দেখতে বলেছি। ক্ষতিগ্রস্ত দোকানগুলি নতুন করে তৈরি করে দিতে বলেছি।’’ দমকলের আধিকারিকেরা জানান, মেলায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিয়ম মেনে রাখার কথা বলা হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)