Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বাগদায় চলল গুলি

তৃণমূল কর্মীদের ভয় দেখানোর জন্য শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর এক অনুগামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদার নিমঝিম গ্রামে। বিধানসভা ভোটের আগে এই ঘটনায় ফের এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
বাগদা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০০:১৫
Share: Save:

তৃণমূল কর্মীদের ভয় দেখানোর জন্য শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর এক অনুগামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদার নিমঝিম গ্রামে। বিধানসভা ভোটের আগে এই ঘটনায় ফের এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বুলেটের খোল উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত বাবু বিশ্বাস পলাতক। তার খোঁজ চলছে। তবে ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বাবুর দুই ছেলে তাপস ও তানুকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই রাতে চার রাউন্ড গুলি চালিয়েছে বাবু।

তবে এলাকাবাসীর প্রশ্ন কেন্দ্রীয় বাহিনীর টহল চলা সত্ত্বেও এলাকায় গুলি চলে কী করে?

দিন কয়েক আগেও ওই এলাকারই মুস্তাফাপুর সীমান্ত থেকে বিএসএফ চারটি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবু বাগদার জোট প্রার্থী দুলাল বরের অনুগামী বলে পরিচিত। সে এলাকার দুই তৃণমূল কর্মী বিভূতিভূষণ মণ্ডল এবং সুনীল বিশ্বাসের উপর চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ। তাঁদের শাসানোর জন্যই ওই দিন সে দু’জনের সামনে শূন্যে গুলি চালিয়েছে।

শনিবার সকালে এলাকায় যান এলাকার বিদায়ী বিধায়ক ও এ বারের তৃণমূল প্রার্থী উপেন বিশ্বাস। পরে গ্রামে যান বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও।

উপেনবাবু বলেন, ‘‘আমি আগেই অনুমান করেছিলাম, ভোটের আগে মাফিয়ারা তৃণমূল কর্মী ও মানুষকে ভয় দেখাবে। দৃর্বৃত্তরা গণতান্ত্রিক পথে লড়াই করবে না, তারা সন্ত্রাস চালাবে।’’ দুলালবাবু অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘বাবুকে আমি চিনিই না। ওই ঘটনা পারিবারিক ও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়েছে। উপেনবাবু ভোটে হেরে যাওয়ার ভয়ে উল্টোপাল্টা বলছেন।’’

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে। বাবুর দু’টি গাড়ি ছিল। কিস্তি দিতে না পারায় কোম্পানি তা নিয়ে যায়। সুনীলবাবুদের সঙ্গে নানা বিষয়ে বাবুদের বিবাদ চলছিল। বাবুর মনে হয়েছিল, গাড়ি নিয়ে যাওয়ার পিছনে সুনীলবাবুদের হাত থাকতে পারে। যদিও সুনীলবাবুরা এই কথা অস্বীকার করেছেন। রাজনৈতিক কারণেই হামলা হয়েছে বলে তাঁদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

firing bullet bagda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE