Advertisement
২৭ জুলাই ২০২৪
Foreign liquor

বাগদায় উদ্ধার বিদেশি মদ ও স্পিরিট

শুল্ক দফতর সূত্রে খবর, ডেপুটি এক্সাইজ় কালেক্টর ও বনগাঁ রেঞ্জের প্রিভেন্টিভ ফোর্স যৌথ অভিযান চালায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগদা থানার অন্তর্গত কুমারখোলা শ্মশানে অভিযান চালানো হয়।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ২৩:২৭
Share: Save:

উত্তর ২৪ পরগনার বাগদায় শুল্ক দফতরের অভিযানে উদ্ধার প্রচুর বিদেশি মদ ও দেশি স্পিরিট। গোপন সূত্র মারফত খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকেরা শ্মশান থেকে সে সব উদ্ধার করেছেন বলে খবর।

শুল্ক দফতর সূত্রে খবর, ডেপুটি এক্সাইজ় কালেক্টর ও বনগাঁ রেঞ্জের প্রিভেন্টিভ ফোর্স যৌথ অভিযান চালায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগদা থানার অন্তর্গত কুমারখোলা শ্মশানে অভিযান চালানো হয়। উদ্ধার হয় অন্তত ৬০ লিটার দেশি স্পিরিট ও বিদেশি মদ। পুলিশ সূত্রে খবর, গ্রামের রাস্তার পাশে ওই মদ মজুত করে রাখা ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bagda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE