Advertisement
০৪ মে ২০২৪

এটিএম কাউন্টারে প্রতারণা, মৃত্যু বৃদ্ধের

এটিএমে সামান্য কিছু টাকা তুলে বেরনোর সময়ে দুই যুবকের সঙ্গে ধাক্কা লাগে বৃদ্ধের। হাত থেকে পড়ে যায় এটিএম কার্ড। এক যুবকই বৃদ্ধের হাতে কার্ড ধরিয়ে বলে, ‘‘চোট লাগেনি তো কাকু।’’

নিজস্ব সংবাদদাতা
আমডাঙা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০৩:০৩
Share: Save:

এটিএমে সামান্য কিছু টাকা তুলে বেরনোর সময়ে দুই যুবকের সঙ্গে ধাক্কা লাগে বৃদ্ধের। হাত থেকে পড়ে যায় এটিএম কার্ড। এক যুবকই বৃদ্ধের হাতে কার্ড ধরিয়ে বলে, ‘‘চোট লাগেনি তো কাকু।’’

ওই যুবকদের ধন্যবাদ জানিয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে বেরিয়ে আসেন আমডাঙার অমিয় পাল (৬৮)। পরে দেখেন, তাঁর হাতে যে এটিএম কার্ড, সেটি আদৌ তাঁর নয়।

শনিবার বিকেলে এই ঘটনার পরে ব্যাঙ্কে যাওয়ার সময় ছিল না। পর দিন রবিবার। যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিলেন অমিয়বাবু, সোমবার বারাসতে ওই ব্যাঙ্কে যান বৃদ্ধ। ব্যালান্স দেখে তাঁর মাথায় হাত। ক্ষুদ্র ও সেচ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী অমিয়বাবু জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় তুলে নেওয়া হয়েছে ৭৬ হাজার টাকা!

মাথা চাপড়াতে চাপড়াতে ব্যাঙ্কের বাইরে আসেন বৃদ্ধ। মাথা ঘুরে পড়ে যান সেখানেই। গুরুতর চোট পান। সোমবার রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন তিনি।

উত্তর ২৪ পরগনার আমডাঙার সন্তোষপুরের পালপাড়ার বাসিন্দা পরিবারটির দাবি, শেষ বয়সে এতগুলো টাকা বেহাত হয়ে যাওয়ায় সেই চাপ নিতে পারেননি অমিয়বাবু। যে কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে এই দুর্গতি। পরিবারের আরও বক্তব্য, মিরহাটির যে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়ে কার্ড হাতিয়ে নিয়েছিল প্রতারকেরা, সেখানে রক্ষী থাকলে হয় তো এই বিপত্তি এড়ানো যেত। অমিয়বাবুর শ্যালক কনক পাল বলেন, ‘‘প্রতারকদের গ্রেফতারের পাশাপাশি ওই ব্যাঙ্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিক পুলিশ।’’ অমিয়বাবুর স্ত্রী বাসন্তীদেবীর দাবি, পিছনে দাঁড়িয়ে পিন নম্বর দেখে নিয়েছিল প্রতারকেরা। এখনও লিখিত অভিযোগ হয়নি থানায়। তবে বিষয়টি কানে উঠেছে পুলিশের। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্তা। প্রয়োজনে ওই এটিএমের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

অমিয়বাবুর সঙ্গে যা ঘটেছে, তা উস্কে দিয়েছে পুরনো বিতর্ক।

এটিএমে সব সময়ের রক্ষী রাখা নিয়ে দাবি আছে সাধারণ মানুষের। এর আগে বেঙ্গালুরুতে রক্ষিবিহীন এটিএমের ভিতরে এক তরুণীকে ছুরি মেরে খুনের ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে শীতাতপনিয়ন্ত্রিত এটিএমের ভিতরে বসে মদ্যপান করতে গিয়ে নজরে পড়েছে ইঞ্জিয়নিয়ারিং কলেজের ছাত্রেরা। কিন্তু দেশের সব এটিএমে রক্ষী বসানোর ব্যাপারে উদ্যোগ চোখে পড়েনি। অথচ, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বলছে, এটিএম এ প্রহরী রাখার কথা। বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক সব সময়ের রক্ষী না রেখে সিসি ক্যামেরা বা অ্যালার্মের মতো ডিজিট্যাল নিরাপত্তা ব্যবস্থা রাখে। কিন্তু সে ক্ষেত্রে এটিএমের ভিতরে প্রতারণার মতো ঘটনা ঘটলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হয় তো যায়, কিন্তু তাৎক্ষণিক ভাবে তা রোখা যায় না। যেমন হয়েছে অমিয়বাবুর ক্ষেত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Counter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE