Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চুরির অপবাদ, কেটে নেওয়া হল মাথার চুল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে মারধর করে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিঙের গোপালপুর পঞ্চায়েতে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে আজমিরা মোল্লা ও তার বাবা আসমত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

নির্যাতিতা মহিলা। নিজস্ব চিত্র।

নির্যাতিতা মহিলা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ০১:৫৬
Share: Save:

চুরির অপবাদ দিয়ে মহিলাকে মারধর করে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিঙের গোপালপুর পঞ্চায়েতে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে আজমিরা মোল্লা ও তার বাবা আসমত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আজমিরার শ্বশুর-শাশুড়ি পলাতক। তাদের খোঁজ চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৬ নভেম্বর আজমিরা তার বাড়িতে জরির কাজ করার জন্য ওই মহিলাকে ডাকে। কাজ শেষে বাড়ি ফিরে যান মহিলা। পর দিন, ৭ নভেম্বর আজমিরা মহিলাকে ডেকে বলে, তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি গিয়েছে। বাক্স ও সাইকেলের চাবিও পাওয়া যাচ্ছে না।

চুরির অপবাদ দিয়ে আজমিরা ও তার বাবা আসমত, শ্বশুর খোদাবক্স মোল্লা, শাশুড়ি ফতে মোল্লারা মহিলাকে বাড়ির উঠোনে খুঁটিতে বেঁধে পেটায়। মাথার চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার আজমিরারা টাকা চুরির অভিযোগ দায়ের করে থানায়। শুক্রবার দুপুরে ওই মহিলার বাবাও থানায় দায়ের করা পাল্টা অভিযোগে জানান, চুরির অপবাদ দিয়ে মেয়েকে মারধর করে মাথার চুল কেটে নেওয়া হয়েছে। সেই মতো শুক্রবার দুপুরে পুলিশ আজমিরা ও তার বাবাকে গ্রেফতার করে। নিগৃহীতা মহিলার বাবা বলেন, ‘‘মেয়েকে ওরা মজুরির টাকা দেয়নি। উল্টে চুরির অপবাদ দিয়ে পিটিয়েছে। আমরা এর বিচার চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE