Advertisement
০৫ মে ২০২৪

ইলিশ-সহ উল্টে গেল ট্রলার

প্রায় দু’টন ইলিশমাছ নিয়ে জম্বুদ্বীপের কাছে চরে ধাক্কা মেরে উল্টে গেল একটি মাছ ধরার ট্রলার। দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারের ১৬ জন মৎস্য শ্রমিককেই উদ্ধার করা হয়েছে। তবে উপকূলরক্ষী বাহিনী চেষ্টা করছে, ট্রলারটিকে তোলার।

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০১:৪৫
Share: Save:

প্রায় দু’টন ইলিশমাছ নিয়ে জম্বুদ্বীপের কাছে চরে ধাক্কা মেরে উল্টে গেল একটি মাছ ধরার ট্রলার।

দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারের ১৬ জন মৎস্য শ্রমিককেই উদ্ধার করা হয়েছে। তবে উপকূলরক্ষী বাহিনী চেষ্টা করছে, ট্রলারটিকে তোলার। মৎস্যজীবী সংগঠন এবং উপকূলরক্ষী বাহিনী সূত্রের খবর, গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে মঙ্গলবার দুপুরে জম্বুদ্বীপের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অগভীর সমুদ্রে এ দিন হঠাৎই একটি চড়ায় ধাক্কা মারে এফবি শিশুবালা নামের ওই ট্রলারটি। ট্রলার কাত হয়ে গিয়ে জল ঢুকতে শুরু করলে মৎস্যজীবীরা তাদের ওয়্যারলেস সেট এ আশেপাশের ট্রলারগুলিকে তা জানায়। একই সঙ্গে ওই ট্রলারে থাকা বিপদ সংকেত পাঠানোর যন্ত্রের মাধ্যমে খবর পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর কাছেও। কিন্তু অন্য ট্রলারগুলিই আগে পৌঁছে গিয়ে উদ্ধার করে ফেলে মৎস্যজীবীদের। ট্রলার মালিক কাকদ্বীপের বাসিন্দা বিধান দাস। পরে বাহিনী গিয়ে ট্রলারটিকে টেনে তোলার চেষ্টা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kakdwip Hilsa trawler capsized
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE