জমি জটের কারণে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে থমকে রয়েছে আয়লা প্রকল্পে নদী বাঁধ তৈরির কাজ। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপে ওই প্রকল্পের কাজ দেখতে এসে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, জমি জট কাটিয়ে দ্রুত কাজ শেষ করতে হবে।
এ দিন সকালে গোসাবা থেকে স্পিড বোটে মন্ত্রী বাগবাগান বিদ্যা নদীর ফেসিং এলাকায় নদী বাঁধ পরিদর্শনে যান। এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, সেচ দফতরের মুখ্য বাস্তুকার গৌতম চট্টোপাধ্যায়, সেচ দফতরের গোসাবার এসডিও বিশ্বজিৎ চক্রবর্তী, গোসাবার বিডিও তাপস কুণ্ডু প্রমুখ। বাগবাগান এলাকায় নদী বাঁধ পরিদর্শনের সময়ে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়, বিদ্যুতের খুঁটি না সরানোর ফলে কাজে সমস্যা হচ্ছে। তা ছাড়া, জমি জটের সমস্যাও রয়েছে। এ দিন মন্ত্রী হেতালবাড়ি, উত্তরডাঙা, আমলামেথি, লাক্সবাগান, লাহিড়িপুর এলাকাতেও ওই প্রকল্পে নদী বাঁধ তৈরির কাজ পরিদর্শন করেন।
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের লাক্সবাগান, উত্তরডাঙা, লাহিড়িপুর, বাগবাগান এলাকায় জমি জটের কারণে বাঁধের কাজ থমকে রয়েছে। গোটা সুন্দরবন জুড়ে প্রায় ২০০ কিলোমিটার আয়লা প্রকল্পে নদী বাঁধ তৈরির কথা। এর মধ্যে গোসাবা ব্লক এলাকায় প্রায় ৫৫ কিমি নদী বাঁধ তৈরির কথা। আড়াই কিলোমিটারের কাজ শেষ হলেও সাড়ে ১৫ কিমি নদী বাঁধ তৈরির কাজ চলছে। যার আনুমানিক খরচ প্রায় ১৩৫ কোটি টাকা।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য বরাদ্দ দিচ্ছে না। খরচ কী ভাবে মেটানো হবে, বুঝতে পারছি না।’’ এই পরিস্থিতিতেও তিনি জানান, যেখানে যেখানে জমি জটের সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করে বর্ষার আগে কাজ শেষ করতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।