Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নদীবাঁধে ধস সুন্দরবনে

স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতীর চেষ্টা করেন। জল আটকাতে না পারায় তাঁরা জানান সেচ দফতরে।

মেরামতি: বাঁধের কাজ শুরু হয়েছে জোর কদমে। নিজস্ব চিত্র

মেরামতি: বাঁধের কাজ শুরু হয়েছে জোর কদমে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৭
Share: Save:

দুর্গাপুজোর আগে হিঙ্গলগঞ্জ ব্লকের দু’টি জায়গায় নদী বাঁধে বড়সড় ধস নামল। ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন-লাগোয়া হেমনগরে গোমতী নদীর উপরে সেতু তৈরির কাজ চলছে। সেতুটি যেখানে হচ্ছে, তার পাশে নদী বাঁধের বেশ কিছুটা অংশ জুড়ে বুধবার দুপুরে ধস নামে। এর ফলে নদীর বাঁধের উপর দিয়ে যাওয়া-আসার ইটের রাস্তার বেশ কিছুটা অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রতন মণ্ডল, কাকলি মণ্ডলরা বলেন, ‘‘আগেও একবার প্রায় একই জায়গায় গোমতী নদীর বাঁধে বড় রকম ধস নেমেছিল। এ বার বাঁধে ধস নামার কথা জানানোর পরে রবিবার দুপুরে বাঁধ মেরামতির মালপত্র এসেছে। দ্রুত কাজ শুরু করা না হলে নদী-লাগোয়া বাড়িগুলির ক্ষতি হতে পারে। চাষের জমি নোনাজলে প্লাবিত হতে পারে।’’ একই ব্লকের রূপমারি পঞ্চায়েতের বেড়েরচক এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎ ডাঁশা নদীর বাঁধের ধস নামে। নদী-সংলগ্ন এলাকায় নোনা জল ঢুকতে শুরু করে। ভেড়ির মাছের ক্ষতি হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতীর চেষ্টা করেন। জল আটকাতে না পারায় তাঁরা জানান সেচ দফতরে। সেচ দফতরের পক্ষে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। কংক্রিটের বাঁধের দাবি উঠেছে। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, ‘‘গোমতী নদীর উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। সে কারণে বাঁধের মাটি ধসে যেতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডাঁশা নদীর বাঁধের পাশে মেছোভেড়ি থাকায় বাঁধ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। ধস নামার পরে দু’টি জায়গাতেই সেচ দফতরের পক্ষে মেরামতির কাজ শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Landslide River Dam Sundarbans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE