Advertisement
১৬ অক্টোবর ২০২৪

পরীক্ষার মরসুমে মাইক বাজিয়ে সভা তৃণমূলের

এখনও শেষ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে শনিবার মাইক বাজিয়ে সভা করল তৃণমূল।

• দাপাদাপি: ডায়মন্ড হারবারে। নিজস্ব চিত্র।

• দাপাদাপি: ডায়মন্ড হারবারে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:৪৮
Share: Save:

এখনও শেষ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে শনিবার মাইক বাজিয়ে সভা করল তৃণমূল।

ডায়মন্ড হারবার ১ ব্লক তৃণমূল সভাপতির উদ্যোগে সকালে শহরের একটি প্রেক্ষাগৃহে বর্ধিত কর্মিসভা হয়েছে। হলের সামনে থেকে দেড়শো মিটার দূর পর্যন্ত চারটি মাইক লাগানো হয়েছিল। বেলা ২টো থেকে সভা শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১০টার পর থেকেই প্রায় সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে। কয়েকশো কর্মী-সমর্থক এসেছিলেন।

পরীক্ষার মরসুমে মাইক বাজিয়ে সভা নিয়ে বিস্মিত স্থানীয় বাসিন্দাদের অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়, ‘‘শাসক দলের সভার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস কারও নেই।’’

ব্লক সভাপতি উমাপদ পুরকাইতের বক্তব্য, ‘‘আমরা প্রেক্ষাগৃহের মধ্যে সভা করেছি পুলিশের অনুমতি নিয়েই। বাইরে কোনও মাইক ছিল না।’’

কী বলছে প্রশাসন?

মহকুমাশাসক শান্তনু বসু বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখব।’’ পুলিশ জানায়, হলের মধ্যে সভা করার অনুমতি ছিল। বাইরে মাইক ছিল কিনা, তা জানা নেই।

অন্য বিষয়গুলি:

Loud Music
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE