Advertisement
২৭ মার্চ ২০২৩

সৌজন্যে ‘হ্যাম’, বাড়ি ফিরছেন ফুলবাই

স্মৃতি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হারানো স্মৃতি ফিরেছে মাস দুয়েক আগে। স্মৃতি ফিরলেও এতদিন বাড়ি ফিরে পাননি ফুলবাই।

ফুলবাই

ফুলবাই

সুপ্রকাশ মণ্ডল
শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৩:১৫
Share: Save:

সূত্র বলতে ছিল শুধু রাজ্য আর জেলার নাম। মাস গড়িয়েছে, কিন্তু সেই সূত্র ধরে খুঁজে বের করা যায়নি তাঁর ঠিকানা। ফলে বাড়িতে ফেরানো যায়নি ফুলবাইকে। মধ্যপ্রদেশের গুনা জেলার ফুলবাই গত ছ’মাস ধরে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে ভর্তি। শেষ পর্যন্ত হ্যাম রেডিয়োর তৎপরতায় বাড়ি ফিরতে চলেছেন ফুলবাই।

Advertisement

স্মৃতি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হারানো স্মৃতি ফিরেছে মাস দুয়েক আগে। স্মৃতি ফিরলেও এতদিন বাড়ি ফিরে পাননি ফুলবাই। পুলিশকে জানানো হয়েছে তাও মাসখানেক আগে। কিন্তু ফুলবাইয়ের বাড়ি ফেরা হয়নি।

হ্যাম রেডিয়োর সৌজন্যে ২৪ ঘণ্টার মধ্যে ফুলবাইয়ে বাড়ি খোঁজ মিলল। শুধু খোঁজই মিলল না, নিজের সন্তান-সহ বাড়ির অন্যদের সঙ্গে ফোনে কথাও হল ফুলবাইয়ের। বাড়ির লোকেরা জানান, কলকাতা যাতায়াতের মতো অর্থ তাঁদের নেই। সেই সমস্যার সমাধান করেছেন গুনার সরকারি কর্মীরা। জানিয়েছেন, চাঁদা তুলে টাকার ব্যবস্থা তাঁরাই করবেন।

এ কথা জানার পরে ব্যারাকপুরের মহকুমাশাসক পীযূষ গোস্বামী জানিয়েছেন, ফুলবাইকে বাড়ি ফেরানোর সব ব্যবস্থা তাঁরাই করবেন। ও দিকে গুনার জেলাশাসক বিজয় দত্ত জানিয়েছেন, ফুলবাইকে ফেরানোর জন্য তাঁরা পদক্ষেপ করবেন। ফুলবাইয়ের বাড়ির লোকেরা জানিয়েছেন, টাকার ব্যবস্থা হলে তাঁরা সোম-মঙ্গলবারেই কলকাতার ট্রেন ধরতে চান।

Advertisement

মাস ছয়েক আগের কথা। টিটাগড় থানার পুলিশ রাস্তা থেকে প্রায় অচৈতন্য ফুলবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেই সময় তাঁর একটি পায়ে বড়সড় একটি ক্ষত ছিল। চিকিৎসকেরা বুঝতে পারেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য জানান, স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন ফুলবাই। চিকিৎসায় পায়ের ক্ষত এবং মনের রোগ দুই-ই সারে তাঁর। স্মৃতি ফিরতেই ফুলবাই জানান, মধ্যপ্রদেশের গুনা জেলায় বাড়ি তাঁর। ব্যস, এটুকুই। হাসপাতাল কর্তৃপক্ষ সে কথা জানিয়েছিল টিটাগড় থানার পুলিশকে। টিটাগড় থানার দাবি, তাঁর গুনা পুলিশকে পুরো ঘটনা জানিয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফুলবাইয়ের খবর সংবাদপত্রে প্রকাশ হতেই তা নজরে আসে ব্যারাকপুরের মহকুমা শাসকের। তিনি বিষয়টি জানান হ্যাম রেডিয়ো সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’-এর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে। অম্বরীশ শনিবার হাসপাতালে গিয়ে ফুরবাইয়ের সঙ্গে কথা বলেন। তিনি জানান, হ্যাম রে়ডিয়ো ক্লাবের গুনা জেলার সদস্য আর কে গুপ্তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। শনিবারই হ্যাম রেডিয়ো ক্লাবের সদস্যেরা খুঁজে বের করেন ফুলবাইয়ের বাড়ি।

গুনার রাজৌর-এ বাড়ি ফুলবাইয়ের। তাঁর স্বামী করণ সিংহ একটি ডেকোরেটর সংস্থার কাজ করেন। সেখানে রয়েছে তাঁর দুই সন্তান। বিষয়টি গুনার জেলাশাসক বিজয় দত্তকে জানানোর পরে, তিনি দুই আধিকারিককে ফুলবাইয়ের বাড়িতে পাঠান। করণ কাজের সূত্রে বাইরে। তাঁর মা দাফুবাই জানান, মানসিক সমস্যা রয়েছে বলে মাঝেমধ্যেই ফুলবাই বাড়ি ছেড়ে চলে যান। এর আগে একবার আমদাবাদ চলে গিয়েছিলেন তিনি। পরে পুলিশ তাঁকে বাড়ি ফেরায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.