চাষের জমিতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত বল্লির বিল এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা মহিলা পেশায় দিনমজুর। শনিবার সকালে এলাকারই এক জমিতে পাট চাষের মজুরি খাটতে গিয়েছিলেন তিনি । ঘটনার সময় জমিতে একাই কাজ করছিলেন ওই মহিলা। অভিযোগ, তখনই স্থানীয় এক যুবক তাঁকে জোর করে ঝোপে টেনে নিয়ে ধর্ষণ করেন। তার পর তাঁকে ওই অবস্থাতেই ফেলে রেখে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত।
ঘটনার পর নির্যাতিতা কোনও রকমে বাড়ি ফিরে বাবাকে পুরো ঘটনা জানান। এর পরেই নির্যাতিতার পরিবারের তরফে স্বরূপনগত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে প্রথমে স্বরূপনগরের শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।